Homeঅর্থনীতিহামদর্দের সহযোগিতায় বাংলামোটরে ট্রাফিক পুলিশ বুথ

হামদর্দের সহযোগিতায় বাংলামোটরে ট্রাফিক পুলিশ বুথ

[ad_1]

স্বাস্থ্য ও শিক্ষাসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং দৈনিক দেশ রূপান্তরের সহযোগিতায় রাজধানীর বাংলামোটরে চালু হলো ট্রাফিক পুলিশ বুথ।

ট্রাফিক পুলিশ বুথ চালু উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন হাকিম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপপরিচালক বিপণন আবুল তৈমুর চৌধুরী, উপপরিচালক ক্রয় জাফর সাদেকসহ অনেকে।

এ সময় হামদর্দ কর্মকর্তারা বলেন, ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দ সব সময়ই মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ায়। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবার মানসিকতা নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছে। জনকল্যাণে ট্রাফিক পুলিশ যেকোনো উদ্যোগ গ্রহণ করলে, সেসব কর্মকাণ্ডেও হামদর্দ সর্বাত্মক সহযোগিতা করবে।

ট্রাফিক পুলিশের বুথ উদ্বোধন অনুষ্ঠান চলাকালে নগরবাসী ও পথচারীদের তৃষ্ণা নিবারণে আপ্যায়ন করানো হয় শত বছরের ঐতিহ্যবাহী শরবত রুহ্ আফজা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত