Homeঅর্থনীতি৫ মে আইএমএফ ঋণের কিস্তি নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা

৫ মে আইএমএফ ঋণের কিস্তি নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি অনুমোদনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, আগামী ৫ মে ওয়াশিংটনে অনুষ্ঠেয় স্টাফ লেভেল বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে ‘ম্যাক্রোইকোনমিক পার্সপেক্টিভ অ্যান্ড ফিসকাল মেজারস’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও কোনও চূড়ান্ত অ্যাগ্রিমেন্ট হয়নি, তবে সুযোগ শেষ হয়ে যায়নি।’

তিনি জানান, ৫ মে’র স্টাফ লেভেল বৈঠকের পর ২৩ মে আইএমএফ বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা আশাবাদী, ঋণের কিস্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’

তিনি আরও বলেন, আইএমএফ-এর সঙ্গে এখনও কিছু বিষয়ে আলোচনা ও দরকষাকষি চলছে। বিশেষ করে বিনিময় হার উন্মুক্তকরণ বিষয়ে মতপার্থক্য রয়েছে।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ফিকি)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, ফিকির নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

প্রসঙ্গত, চলতি সফরে আইএমএফ’র পক্ষ থেকে ঋণের কিস্তি অনুমোদন বিষয়ে ঘোষণা আসার কথা ছিল, তবে আলোচনার অসমাপ্ত অবস্থানের কারণে তা পিছিয়ে গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত