Homeখেলাধুলাঅনূর্ধ্ব-১৯ চূড়ান্ত দলে দুই প্রবাসী ফুটবলার

অনূর্ধ্ব-১৯ চূড়ান্ত দলে দুই প্রবাসী ফুটবলার


সিনিয়র জাতীয় দলে হামজা চৌধুরীর পর সামিত সোমকে নিয়ে উন্মাদনা চলছে। বয়সভিত্তিক দলেও দুই প্রবাসী ফুটবলারের গায়ে লাল-সবুজ জার্সি উঠছে।

তারা হলেন ইতালির চতুর্থ বিভাগের ক্লাব ফেরমানা এফসির আব্দুল কাদির ও ইংল্যান্ডের কাউন্টি লিগ নর্থের ক্লাব নিউয়ার্ক টাউন এফসির ফারজাদ সাইদ আফতাব। দুই ফুটবলারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে দলটি ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

আব্দুল কাদির মূলত লেফট উইঙ্গার, খেলতে পারেন মিডফিল্ডার হিসেবেও। ফারজাদ সাইদ আফতাব স্ট্রাইকার। খেলতে পারেন উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও। দুই ফুটবলারের সঙ্গে প্রাথমিক দলে ছিলেন এলমান মতিন। কিন্তু চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব চার্লটন অ্যাথলেটিক একাডেমির এ ফুটবলার।

৯ মে অরুণাচলে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। আসরে অংশগ্রহণের জন্য মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশ আসরের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভুটান ও মালদ্বীপকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মে মালদ্বীপের বিপক্ষে, ১১ মে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। ১৮ মে আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার লক্ষ্য সম্পর্কে বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলছিলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। আশা করি আমরা ভালো কিছু করব। প্রবাসী যারা এসেছে তারাও মানসম্মত।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত