Homeখেলাধুলাঅলিখিত ফাইনালে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন

অলিখিত ফাইনালে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন


শারজাহর বাতাসে এখন রোমাঞ্চের গন্ধ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমে ‘প্রস্তুতি সিরিজ’ হিসেবে ধরা হলেও, বাস্তবে সিরিজটি রূপ নিয়েছে অলিখিত এক ফাইনালে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের বড় সংগ্রহ করেও হেরে বসেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। বুধবার (২১ মে) রাতে (বাংলাদেশ সময় ৯টায়) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শেষ ও নির্ধারণী ম্যাচ।

এই ম্যাচেই নির্ধারিত হবে কে জিতবে সিরিজ, আর কে ফিরবে হতাশা নিয়ে।

এই সিরিজ দিয়েই টি–টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন লিটন দাস। অভিষেক সিরিজেই যদি সিরিজ হাতছাড়া হয়, সেটা নিশ্চয়ই কাম্য নয় তার জন্য। তবে সমস্যা হলো—সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়।

গত সাত বছরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের জয় মাত্র দুইটি—২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর প্রায় তিন বছর কেটে গেলেও সিরিজ নির্ধারণী কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

আজকের ম্যাচে তাই জয়ের তাগিদে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আগের ম্যাচে চোটের কারণে না থাকা পারভেজ হোসেন ইমন ফিরতে পারেন ওপেনিংয়ে। পেস আক্রমণে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ, যিনি শেষ মুহূর্তে ম্যাচ গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন।

জানা গেছে, বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারের কম্বিনেশনে মাঠে নামতে পারে। অলরাউন্ডার হিসেবে একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেন শামীম পাটোয়ারি, যিনি বল হাতেও কিছুটা কার্যকর ভূমিকা রাখছেন।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত