Homeখেলাধুলাঅসময়ে জ্বলল বসুন্ধরা কিংস | কালবেলা

অসময়ে জ্বলল বসুন্ধরা কিংস | কালবেলা


বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের গোল উৎসবের দিনে স্থগিত করা হলো এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা মোহামেডানের ম্যাচ।

রাকিব হোসেনের হ্যাটট্রিকে বসুন্ধরা কিংস ৭-২ গোলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে উড়িয়ে দিয়েছে। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জিতেছে ৫-০ গোলে। রহমতেগঞ্জের বিরুদ্ধে ঝোড়ো শুরুর পর বৈরী আবহাওয়া ও আলোস্বল্পতার কারণে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার আগে মোহামেডান ২-১ গোলে এগিয়ে ছিল।

বড্ড দেরিতে জ্বলে উঠল বসুন্ধরা কিংস। লিগের শিরোপা ভাগ্য লেখা হয়ে গেছে। রানার্সআপ হওয়ার দৌড়ে অবশ্য এখনো আছে টানা পাঁচটি লিগ শিরোপাজয়ীরা। এ অবস্থায় মঙ্গলবার গাজীপুরে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিরুদ্ধে গোল উৎসবে মাতল হালের পরাশক্তিরা। উৎসবে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। ২২, ৬৮, ৭৭ ও ৮৮ মিনিটে চার গোল করেছেন ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। এ ম্যাচ দিয়ে সর্বোচ্চ গোলদাতা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন রাকিব হোসেন। রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাং ১৫ গোল করে শীর্ষে আছেন। মোহামেডানের সুলেমান দিয়াবাতে ও এমানুয়েল সানডে ১১ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। রাকিবের গোলসংখ্যা ১০। বসুন্ধরা কিংসের বাকি তিন গোল করেছেন আসরর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম। শান্ত টুডো ও তিয়াস দাস ফকিরেরপুলের হয়ে গোল দুটি করেছেন।

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দেখে বোঝা যায়নি ওয়ান্ডারার্সের ওপর দিয়ে অমন ঝড় বয়ে যাবে। অষ্টম মিনিটে গ্যাবনের আসান নিজে’র করা গোলে এগিয়ে ছিল ব্রাদার্স। বিরতির পর আরও চার গোল করে গোপীবাগের ক্লাবটি। সব কটিই করেছেন বিদেশিরা। এসময় জোড়া গোল করেন জাকারিয়া ডরবে। নিজের দ্বিতীয় গোল করেন আসান নিজে। আরেক গোল করেন সেনেগালিজ মোহাম্মদ দিয়ারা।

কুমিল্লা স্টেডিয়ামে ভরি বর্ষণের কারণে খেলা শুরু করতেই বিলম্ব হয়। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর শুরু হওয়া ম্যাচে মোহামেডান দারুণ সূচনা পায়। দ্বিতীয় মিনিটে মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ঐতিহ্যবাহী ক্লাবটিকে এগিয়ে দেন। পঞ্চম মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। দশম মিনিটে রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান ঘানার গোলমেশিন স্যামুয়েল বোয়েটাং। ১০ মিনিটের মধ্যে চলতি লিগের শীর্ষ গোলদাতার লড়াইয়ে থাকা তিন ফুটবলারের লক্ষ্যভেদে দারুণ জমে উঠেছিল ম্যাচ। কিন্তু খেলা ১৬ মিনিট গড়ানোর পর বাধল বিপত্তি। কালো মেঘে ঢেকে যায় আকাশ। আলোস্বল্পতার কারণে ম্যাচ বাতিল করতে বাধ্য হন রেফারি আনিসুর রহমান সাগর। স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ আগামীকাল অনুষ্ঠিত হবে। কুমিল্লা স্টেডিয়ামে ১৬ মিনিটের পর থেকে বাকি সময় লড়বে দুই দল। খেলা শুরু হবে দুপুর ১টায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত