Homeখেলাধুলাঅস্ত্রোপচারের পর কোমায় নটিংহ্যাম ফরেস্ট তারকা

অস্ত্রোপচারের পর কোমায় নটিংহ্যাম ফরেস্ট তারকা

[ad_1]

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গুরুতর পেটের চোটে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় রাখা হয়েছে নটিংহ্যাম ফরেস্টের নাইজেরিয়ান স্ট্রাইকার তাইও আওনিয়িকে। রোববার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে পোস্টে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হন তিনি।

সিটি গ্রাউন্ডে ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচের ৮৮তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গার ক্রসে বল জড়াতে গিয়ে গোলপোস্টে আঘাত পান ২৭ বছর বয়সী আওনিয়ি। এরপরই মাঠে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দেওয়া হয় তাকে। সোমবার রাতেই অস্ত্রোপচারের প্রথম ধাপ সম্পন্ন হয়, এবং তাকে কৃত্রিম কোমায় রাখা হয়। বুধবার হবে অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ।

মঙ্গলবার ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘অস্ত্রোপচারের পর আওনিয়ি ভালোভাবে সেরে উঠছে।’ একই সঙ্গে তারা এটিও বলেছে, ‘এই চোট ফুটবলে শারীরিক ঝুঁকির একটি শক্তিশালী স্মারক এবং আমাদের মনে করিয়ে দেয়, খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষাই সর্বাগ্রে।’

ইনজুরির সেই মুহূর্ত।

যে মুহূর্তে চোট পান আওনিয়ি, তখন এলাঙ্গা ছিলেন অফসাইড অবস্থানে। কিন্তু সহকারী রেফারি নিয়ম অনুযায়ী পতাকা তোলেননি, কারণ গোলের সম্ভাবনা থাকলে খেলার ধারা শেষ না হওয়া পর্যন্ত পতাকা না তোলার নির্দেশনা রয়েছে।

এই নিয়ম নিয়ে ইতোমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, ভিডিও রিভিউয়ের সুযোগ রাখতে গিয়ে খেলোয়াড়দের অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলা হচ্ছে।

ম্যাচ শেষে মাঠে নেমে কোচ নুনো এস্পিরিতো সান্তোর সঙ্গে এ নিয়ে কথা বলেন ক্লাব মালিক এভানজেলোস মারিনাকিস। তিনি নিয়মিতভাবে আওনিয়ির পরিস্থিতি সম্পর্কে অবহিত হচ্ছেন বলে জানা গেছে।

নটিংহাম ফরেস্টের হয়ে ৮৩ ম্যাচে ১৯ গোল করা এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের দ্রুত সুস্থতা কামনা করছে ক্লাব এবং ফুটবল দুনিয়া।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত