Homeখেলাধুলাআইপিএলে নিজের শেষ ম্যাচে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

আইপিএলে নিজের শেষ ম্যাচে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং


জয়পুরে আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস লক্ষ্যে ছিল দিল্লিকে ২২০ পেরোনো রানের পাহাড়ে চাপা দিতে। কিন্তু এই ইনিংসের মাঝখানে ও ডেথ ওভারে একাই ম্যাচের গতি রুখে দেন দিল্লির বাংলাদেশি মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট — যার মধ্যে ছিল টপ অর্ডারের ইনফর্ম ব্যাটার এবং শেষের বিপজ্জনক হিটাররাও।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই মোস্তাফিজ শুরুতেই তুলে নেন প্রিয়াংশ আর্যকে। গতি ও লেংথের ভিন্নতায় আর্যের ব্যাট থেকে ওঠে একটি টপ এজ, যেটি ধরে ফেলেন উইকেটরক্ষক ট্রিস্টান স্টাবস। এরপরের ওভারে ইনগ্লিসকে প্রায় ফিরিয়েই ফেলেছিলেন, ড্রপ হয় রিটার্ন ক্যাচ।

১৫তম ওভারে বোলিংয়ে এসে ফিজ ফের ছোবল মারেন। শশাঙ্ক সিং যখন একটু থিতু হয়ে উঠছিলেন, ঠিক তখনই একটি কল্পনাতীত সুইং-লেংথ কম্বিনেশনে অফ স্টাম্পের বাইরে থেকে বল বের করে এনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বাঁধিয়ে দেন। সেই ওভারে দুর্দান্ত কনট্রোল বজায় রেখে স্রেফ চার রান দেন।

শেষ ওভারে পাঞ্জাব স্কোরবোর্ডে তোলেন ১০ রান, কিন্তু এই রানদের মাঝেই মুস্তাফিজ তুলে নেন মারকুটে জ্যানসেনের উইকেট — বাইরের অফ স্টাম্পে হার্ড লেংথ ডেলিভারি, ব্যাটের নিচে লেগে চলে যায় কিপারের গ্লাভসে।

তবে ব্রার শট মেরেছেন ঠিকই, কিন্তু ফিজ ছিলেন সারা ইনিংস জুড়েই ডিসিপ্লিনড, বারবার ভেঙে দিয়েছেন ব্যাটারের ছন্দ। তার পুরো ফিগার: ৪-০-৩৩-৩, ইকোনমি ৮.২৫

২০৬ রানের লক্ষ্য দিলেও মুস্তাফিজের স্পেলই দিল্লি ক্যাপিটালসকে একটা সুযোগ করে দিয়েছে ম্যাচে ফিরে আসার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত