Homeখেলাধুলাআনচেলত্তি-ব্রাজিল নাটকে নতুন মোড় | কালবেলা

আনচেলত্তি-ব্রাজিল নাটকে নতুন মোড় | কালবেলা


কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF)। চায় অনেকে—কিন্তু বাধা রয়ে গেছে রিয়াল মাদ্রিদেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা, আর এই কোচিং-নাটকে যুক্ত হয়েছে নতুন অধ্যায়।

ইএসপিএন সূত্রে জানা গেছে, আনচেলত্তিকে নিয়ে এখনও আশার আলো দেখছে ব্রাজিল। তাই তারা সময়সীমা কিছুটা বাড়িয়েছে। মাদ্রিদের লা লিগা ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত তারা।

বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকা মাদ্রিদ এখনো শিরোপা দৌড়ে আছে। ১১ মে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে আরেকটি এল ক্লাসিকোতে। সে ম্যাচেই নির্ধারিত হতে পারে অনেক কিছু।

রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। এখন প্রশ্ন হলো—তিনি কী বরখাস্ত হবেন, নাকি নিজেই চাকরি ছাড়বেন?

  • বরখাস্ত হলে পাবেন ছয় মাসের সেভারেন্স প্যাকেজ।
  • নিজে ছাড়লে রিয়াল চাইছে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে ক্ষতিপূরণ।

একটি সূত্র বলেছে, সমঝোতা হতে পারে—মাদ্রিদ কিছু পরিমাণ বেতন দেবে, বাকি অংশ পূরণ করবে ব্রাজিল। কিন্তু সবই এখনো আলোচনা পর্যায়ে।

কেন তাড়াহুড়া করছে ব্রাজিল?

২৬ মে ঘোষণা করা হবে ব্রাজিলের জুনের বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখনই কোচ চূড়ান্ত করতে চায় তারা। আনচেলত্তিই প্রথম পছন্দ—সেই বার্তা ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা।

তবে যদি আনচেলত্তির সঙ্গে সমঝোতা না হয়, তাহলে বিকল্প তালিকাও প্রস্তুত রেখেছে সিবিএফ। আনচেলত্তির বদলে সম্ভাব্য নামগুলো হলো—আল হিলালের হোর্হে জেসুস ও পালমেইরাসের আবেল ফেরেইরা।

রিয়ালের মৌসুম শেষ হবে ২৪ বা ২৫ মে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে আলোচনার ফয়সালা না হলে, হয়তো ব্রাজিলকে অন্য পথেই হাঁটতে হবে।

আনচেলত্তি কি ব্রাজিলের হলুদ জার্সির ছায়ায় আসবেন, নাকি ব্রাজিল হাঁটবে অন্য পথে!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত