ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শনিবারের ম্যাচে আচরণবিধি ভাঙার কারণে নতুন করে শাস্তির মুখোমুখি হলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে আউট হওয়ার পরও মাঠ না ছাড়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে আরেকটি ডিমেরিট পয়েন্ট।
ওয়াসি সিদ্দিকীর বলে ক্যাচ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হৃদয় বেশ কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন। প্রতিপক্ষ খেলোয়াড়রা উদযাপন শুরু করলেও হৃদয় মাঠ ছাড়তে রাজি হননি, যা আইসিসির আচরণবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নতুন এই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় হৃদয়ের মোট ডিমেরিট সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। নিয়ম অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট হলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। ফলে আসন্ন আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও এই মৌসুমে তা কার্যকর হবে নাকি তা নিশ্চিত নয়। মোহামেডানের জন্য এটি বড় এক ধাক্কা হতে পারে।
এর আগে ডিপিএলে হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়েও কম নাটক হয়নি। প্রথমে নিষেধাজ্ঞা দিয়ে পরে তা কমানো হয়, আবার পরবর্তীতে এক বছরের জন্য স্থগিত রাখা হয় নানা চাপের মুখে।