শারজায় আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগুনে ব্যাটিংয়ে ২০ ওভারে ২০৫ রান তুলেছে বাংলাদেশ। দুই ঘণ্টার টানটান ইনিংসে একের পর এক ছোট ছোট ক্যামিওতে স্কোরবোর্ড জমজমাট করে তোলে সফরকারীরা। শারজার ব্যাটিং সহায়ক উইকেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা লিটন দাসের দল শুরুতেই দেখায় আগ্রাসী মনোভাব।
তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে মিলেছিল সূচনা। মাত্র ৩৩ বলে ৫৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছক্কায়। লিটন দাস (৪০ বলে ৩২) ধীরগতির ইনিংস খেললেও একপ্রান্ত আগলে রেখে রানচাকা সচল রাখেন। মাঝপথে নাজমুল হোসেন শান্ত (১৯ বলে ২৭) ও তৌহিদ হৃদয় (২৪ বলে ৪৫) খেলেন চমৎকার দুটি ইনিংস। শেষদিকে জাকের আলীর মাত্র ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস ইনিংসটি যেন পায়ে গতি এনে দেয় বাংলাদেশকে।
সর্বশেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৬০ রান, যদিও হারিয়েছে ৩টি উইকেট। তা সত্ত্বেও ১০.২৫ রান রেটে ২০৫ রানে থামে ইনিংস, যা আমিরাতের জন্য একপ্রকার রেকর্ড চেজের চ্যালেঞ্জই।
আমিরাতের হয়ে জাওয়াদুল্লাহ পান ৩ উইকেট, তবে ৪ ওভারে ৪৫ রান খরচ করেন। সাগীর খান পান ২ উইকেট। অন্য বোলারদের মধ্যে কেউই ছন্দে ছিলেন না।
এখন চোখ শারজার রাতের আকাশের নিচে আমিরাতের জবাব ইনিংসের দিকে। লক্ষ্য ২০৬ রান—এমন উচ্চতা স্পর্শ করা এই দলের জন্য কঠিন হবে নিঃসন্দেহে। তবে টি-টোয়েন্টিতে কিছুই অসম্ভব নয়।