Homeখেলাধুলাআল নাসরের গোলের উৎসবে উজ্জ্বল রোনালদো

আল নাসরের গোলের উৎসবে উজ্জ্বল রোনালদো


ফুটবলের মাঠে আবারও ঝলকে উঠলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আল-নাসর ৪-১ গোলের দুর্দান্ত জয়ে ইয়োকোহামা এফ মারিনোসকে উড়িয়ে সেমিফাইনালে পা রেখেছে। গোলের উৎসবে রোনালদোও লিখে রেখেছেন নিজের নাম।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল আল-নাসর। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৭ মিনিট সেসময় দলকে এগিয়ে দেন জন ডুরান। ম্যাচের ৩১তম মিনিটে সাদিও মানে এগিয়ে দেন দলকে ২-০ ব্যবধানে। এর ঠিক সাত মিনিট পর, দলের তৃতীয় গোলটি আসে রোনালদোর পায়ে। মার্কো ব্রোজোভিচের দূরপাল্লার শট ফিরিয়ে দেন ইয়োকোহামা গোলকিপার পার্ক ইল-গ্যু। কিন্তু ফিরতি বল পেয়ে তা ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন পর্তুগিজ মহাতারকা। এটি তার ক্যারিয়ারের ৯৩৪ তম গোল।

রোনালদোর এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল-নাসরের হাতে চলে আসে। বিরতির কিছু পরই দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জন দুরান। ইয়োকোহামা মারিনোস শেষ পর্যন্ত একটি গোল ফিরিয়ে আনলেও ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি।

৩৯ বছরের রোনালদো দেখিয়ে দিলেন, বয়স কেবল একটা সংখ্যা। গোল করার ধার আর ম্যাচের নিয়ন্ত্রণের ক্ষমতা এখনো তার মধ্যে অটুট। দলের অধিনায়ক হিসেবে যেমন নেতৃত্ব দিলেন, তেমনি ব্যক্তিগত নৈপুণ্যেও করলেন আলোকিত।

আগামী চ্যালেঞ্জে, আল-নাসর মুখোমুখি হবে কাওয়াসাকি ফ্রন্টালে ও আল-সাদ-এর মধ্যকার বিজয়ীর সঙ্গে। সবার চোখ এখন রোনালদোর দিকে—কীভাবে তিনি সেমিফাইনালেও তার জাদু দেখান।

স্টেফানো পিওলি’র আল-নাসর আগামী ৭ মে সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে। শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সেই ম্যাচেও রোনালদোর পারফরম্যান্স নির্ধারণ করতে পারে ভাগ্য!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত