Homeখেলাধুলাআল-নাসর ছাড়ার বার্তা রোনালদোর! | কালবেলা

আল-নাসর ছাড়ার বার্তা রোনালদোর! | কালবেলা


সৌদি প্রো লিগে মৌসুমের শেষ বাঁশি বাজতেই এক যুগান্তকারী ঘোষণা দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে শেষ ম্যাচে গোল করার কিছুক্ষণ পরই নিজের ইনস্টাগ্রামে লিখলেন, ‘এই অধ্যায় শেষ। গল্প? এখনো লেখা বাকি। কৃতজ্ঞ সবাইকে।’

এরপর থেকেই গুঞ্জন ছড়াতে থাকে—সৌদি ফুটবল তাহলে ছাড়ছেন রোনালদো আর ছাড়লেও রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?

৪০ বছর বয়সেও অবসরের কোনো চিন্তা নেই এই পর্তুগিজ মহাতারকার। তবে আল-নাসরের হয়ে আর খেলবেন না, সেটা প্রায় নিশ্চিত করে দিয়েছেন তিনি। যদিও পরবর্তী ক্লাব সম্পর্কে কিছুই বলেননি। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের নাম।

২০২২ সালের শেষদিকে ইউরোপ ছাড়ার পর বিশাল চুক্তিতে আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। প্রথম মৌসুমে আংশিক অংশগ্রহণের পর পুরো দুই মৌসুম খেলেছেন। কিন্তু তিন মৌসুমের এই যাত্রায় কোনো ট্রফি জেতা হয়নি। চলতি মৌসুমেও আল-নাসর শেষ করেছে তৃতীয় স্থানে, চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে।

এই সময়ের মধ্যে ক্লাবের হয়ে ১১১ ম্যাচে করেছেন ৯৯ গোল—একটি অসাধারণ পরিসংখ্যান। তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ট্রফি না পাওয়ায় হতাশাই হয়তো বড় সিদ্ধান্তের পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোনালদোর বার্তা

“এই অধ্যায় শেষ। গল্প? এখনো লেখা বাকি। কৃতজ্ঞ সবাইকে।”


এই সংক্ষিপ্ত বার্তায় কোনো ক্লাবের নাম না থাকলেও, বোঝা যাচ্ছে—তিনি মাঠ ছাড়ছেন না। বরং আরও কিছু অর্জন বাকি বলেই ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বজুড়ে আলোচনা এখন একটাই—রোনালদো কোথায় যাচ্ছেন? বেশ কিছু ইউরোপিয়ান এবং আমেরিকান ক্লাবের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। সূত্রের দাবি, মেজর লিগ সকারের কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহী। পাশাপাশি স্পোর্টিং লিসবনে ফিরে ক্যারিয়ারের শেষ পর্ব কাটানোর গুঞ্জনও জোরালো। তবে এখনো আনুষ্ঠানিক কিছু ঘোষণা আসেনি।

আপাতত রোনালদোকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে। ৪ জুন নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচেই পরবর্তী বার্তা দিতে পারেন তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে।

এক নজরে আল নাসরে রোনালদোর পরিসংখ্যান








মৌসুম ম্যাচ গোল
২০২২-২৩ ২১ ১৪
২০২৩-২৪ ৪৮ ৪৪
২০২৪-২৫ ৪২ ৪১
মোট ১১১ ৯৯

নিজেই আগেই জানিয়েছিলেন—১০০০ গোল না করে থামবেন না। এখনো তার গোলসংখ্যা প্রায় ৯৪০-এর কাছাকাছি। তাই নিশ্চিতভাবেই ফুটবল মাঠে রোনালদোর জার্সি নম্বর ৭ দেখা যাবে আরও কিছুদিন।

তার পরবর্তী গন্তব্য এখনো অজানা, কিন্তু ফুটবল দুনিয়ার আলো যে এখনো তার দিকেই তাকিয়ে, সেটা বলাই বাহুল্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত