ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইউরোপা লিগ জেতে, তা কি এই মৌসুমের ব্যর্থতা ঢাকতে পারবে? উত্তর দিয়েছেন কোচ রুবেন আমোরিম নিজেই—‘না, কোনোভাবেই না।’
বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে ম্যান ইউ। ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই প্রতীকী—কারণ ফাইনালটাও হবে এই বিলবাওয়েই। তবে ট্রফি জেতা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ, এসবকেই আমোরিম দেখছেন এক ধরনের “শর্টকাট” হিসেবে। কিন্তু প্রকৃত সমস্যার সমাধান সেখানেই থেমে থাকবে না।
‘আমরা জানি, এই ট্রফি আমাদের মৌসুমকে বাঁচাতে পারবে না,”—সরাসরি বলে দেন আমোরিম।
‘তবে এটা বিশাল একটা ব্যাপার হতে পারে। ট্রফি জেতা, ইউরোপীয় আসরে ফেরা—এই সাফল্যগুলো গ্রীষ্মে ক্লাবের জন্য বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে।’
আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন গত নভেম্বর। কিন্তু তার অধীনে ২৩টি লিগ ম্যাচে জয় মাত্র ৬টি! দলটি এখনো রয়েছে প্রিমিয়ার লিগের একেবারে নিচের সারিতে—এমন এক মৌসুম যা ক্লাবের ইতিহাসে ‘সবচেয়ে বাজে’ হিসেবে বিবেচিত হওয়ার পথে।
ইউনাইটেডের প্রধান সমস্যা—গোল করতে না পারা। ২০২৫ সালে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান ফরোয়ার্ড রাসমুস হইলুন্দের গোল সংখ্যা মাত্র ২টি। পুরো লিগে তাদের চেয়ে কম গোল করেছে কেবল এভারটন, ইপসউইচ, লেস্টার ও সাউথ্যাম্পটন। যার মধ্যে ইতিমধ্যেই শেষ তিন দলের অবনমন নিশ্চিত হয়েছে।
আমোরিম বলেন, ‘আমরা জানি, অ্যাথলেটিক স্পেনের সেরা রক্ষণভাগের দল। শুধু তাই না, ইউরোপের সেরা পাঁচ লিগে ঘরের মাঠে সবচেয়ে কম গোল খেয়েছে তারাও। আমাদের জন্য এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’
এদিকে চোট কাটিয়ে দলে ফিরতে পারেন আমাদ দিয়ালো ও ম্যাথাইস ডি লিট, যা ইউনাইটেডের জন্য একটি বড় স্বস্তি। তবে আমোরিম জানেন, এই ম্যাচটি শুধু একটি সেমিফাইনাল নয়—এটা ভবিষ্যতের পথ দেখানোর লড়াইও।
‘আমাদের শুধু ট্রফি দরকার নয়, দরকার ধারাবাহিকতা, ভালো সিদ্ধান্ত, সঠিক স্কাউটিং, এবং একাডেমির ওপর আস্থা। ট্রফি একটি মুহূর্ত, কিন্তু ক্লাব গড়তে দরকার সময় ও ধৈর্য,’—বললেন আমোরিম।
পুরো মৌসুমে যা হারিয়ে গেছে, তা এক রাতেই ফিরিয়ে আনা যায় না। আর সেটাই মনে করিয়ে দিলেন রুবেন আমোরিম। ইউরোপা লিগ যদি শেষ হাসিও এনে দেয়, ইউনাইটেডকে আবার শীর্ষে নিতে হলে শুরু করতে হবে অনেক আগে ফেলে আসা কাজগুলো দিয়ে।