Homeখেলাধুলাউয়েফার শাস্তির মুখে বার্সা, কাটা হতে পারে পয়েন্ট!

উয়েফার শাস্তির মুখে বার্সা, কাটা হতে পারে পয়েন্ট!

[ad_1]

ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় ফের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে কাঠগড়ায় বার্সেলোনা। লা লিগা চ্যাম্পিয়ন হিসেবে ২০২৫–২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করলেও, স্প্যানিশ জায়ান্টরা এবার শাস্তির মুখোমুখি হতে পারে উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতিমালার পুনরাবৃত্ত লঙ্ঘনের কারণে। শাস্তির রূপ কী হতে পারে—তা নিয়ে জল্পনা তুঙ্গে।

দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে নিজেদের টেলিভিশন সম্প্রচারের ১০ শতাংশ স্বত্ব বিক্রি করে যে অর্থ আয় করেছিল বার্সেলোনা, সেটিকে “অন্য পরিচালন আয়” হিসেবে দেখিয়েছিল ক্লাবটি। কিন্তু উয়েফা বলছে, এটি “অদৃশ্য সম্পদের ক্ষতি” হিসেবে গণ্য হওয়া উচিত ছিল—যা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নির্ধারক হিসেবে বৈধ নয়।

উল্লেখ্য, এ বিষয়ে আগে একবার ৫ লাখ ইউরো জরিমানা করেছিল উয়েফা। এরপর আবারও ১৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করে আনুমানিক ৪০০ মিলিয়ন ইউরো আয় করে বার্সেলোনা, যেটি একইভাবে হিসাবপত্রে উপস্থাপন করা হয়। ফলে, উয়েফা এবার তাদের ওপর আরও কঠোর শাস্তি আরোপের বিষয়ে ভাবছে।

বারবার একই অনিয়মে জড়ানোয়, উয়েফা এবার বার্সেলোনার বিরুদ্ধে বেশ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে:

  • চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমিয়ে দেওয়া – পুরো স্কোয়াড রেজিস্টার করতে না পারলে কোচ হান্সি ফ্লিকের কৌশলগত পরিকল্পনায় বড় প্রভাব পড়বে।
  • আগের তুলনায় বড় অঙ্কের আর্থিক জরিমানা – ৫ লাখ ইউরোর চেয়ে অনেক বেশি জরিমানা ধার্য করা হতে পারে।
  • চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট কাটা – যদিও এমন শাস্তি খুবই বিরল, কিন্তু গুরুতর অনিয়মে উয়েফা এই পদক্ষেপ নিতেও পিছপা হবে না।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টায় থাকা বার্সেলোনার জন্য এসব শাস্তি মারাত্মকভাবে ক্ষতিকর হতে পারে।

বার্সেলোনার পাশাপাশি চেলসি ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও তদন্ত চলছে। তবে তারা প্রথমবারের মতো এমন অভিযোগের মুখে, ফলে শাস্তি তেমন গুরুতর হবে না বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু বার্সার ক্ষেত্রে সমস্যা হলো—তারা আগেও একই অপরাধ করেছে এবং ক্রীড়া আদালত থেকেও আগের শাস্তি বাতিল করাতে ব্যর্থ হয়েছে।

যেখানে মাঠে বার্সেলোনা শিরোপা জিতছে, সেখানে মাঠের বাইরে তাদের পুনরাবৃত্ত আর্থিক কৌশল যেন নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উয়েফা এবার কী সিদ্ধান্ত নেয়, তা শুধু কাতালান ক্লাবের ইউরোপীয় মৌসুমই নয়, সমগ্র ক্লাব কাঠামোর ভবিষ্যৎ দিক নির্ধারণ করে দিতে পারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত