[ad_1]
বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত ‘জাতীয় উশু জাজ ট্রেনিং কোর্স-২০২৫’ সম্পন্ন হয়েছে। জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে এ কোর্স সম্পন্ন হয়েছে।
গত ২৮ মে কোর্সের উদ্বোধন করা হয়। তিন দিন প্রশিক্ষণ কর্মসূচি শেষে জাজ ট্রেনিং কোর্স সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাস বাংলাদেশের কালচারাল কাউন্সিলর লি শাওং পেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। জাজ ট্রেনিং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার ভিডিপি থেকে ২ জন করে মোট ৬ জন অংশগ্রহণ করেন। এ ছাড়া সমগ্র বাংলাদেশ থেকে সান্দায় ৫১, থাউলোতে ২০ জন অংশগ্রহণ করেন।
[ad_2]
Source link