Homeখেলাধুলাএল ক্লাসিকো ফাইনালের ইতিহাসে কারা এগিয়ে?

এল ক্লাসিকো ফাইনালের ইতিহাসে কারা এগিয়ে?


লা কার্তুজা স্টেডিয়ামে আজ রাত ২টায় কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী — রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ‘এল ক্লাসিকো’ নামের এই মহারণে উত্তাপের কমতি কখনোই থাকে না, আর আজকের লড়াইটাও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।

এই নিয়ে মোট ১৯ বার কোনো ফাইনালে একে অপরের বিপক্ষে খেলতে নামছে দুই জায়ান্ট ক্লাব। আগের ১৮টি ফাইনালে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, যাদের ঝুলিতে শিরোপা আছে ১১টি, বার্সেলোনার রয়েছে ৭টি।

সবচেয়ে সাম্প্রতিক মুখোমুখিতে অবশ্য হাসি হেসেছে বার্সেলোনা। চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। সেই ম্যাচে লামিন ইয়ামাল, লেভানডভস্কি ও রাফিনিয়ার গোল বার্সেলোনাকে শিরোপা এনে দেয়, যদিও ম্যাচের শুরুতেই এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল মাদ্রিদ।

কোপা দেল রে ফাইনালে সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৩-১৪ মৌসুমে। সেই ফাইনালে দারুণ এক ম্যাচে আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল, পরে গ্যারেথ বেলের বিস্ময়কর এক দৌড়ে করা গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।

আজকের ফাইনাল তাই পুরনো ইতিহাসের ধারাবাহিকতায় নতুন উত্তেজনা যোগ করবে। কে হাসবে শেষ হাসি—রিয়ালের শিরোপা সংখ্যা বাড়বে, নাকি বার্সেলোনা সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—সেটি জানতে আর কিছুক্ষণের অপেক্ষা।

ক্লাসিকো ফাইনালের সংক্ষিপ্ত ইতিহাস:

রিয়াল মাদ্রিদ শিরোপা জয়: ১১ বার

বার্সেলোনা শিরোপা জয়: ৭ বার

ফাইনালের উল্লেখযোগ্য ফলাফল:

  • ২০১১ কোপা দেল রে: রিয়াল মাদ্রিদ ১-০ বার্সেলোনা
  • ২০১৪ কোপা দেল রে: রিয়াল মাদ্রিদ ২-১ বার্সেলোনা
  • ২০২৫ সুপার কাপ: বার্সেলোনা ৫-২ রিয়াল মাদ্রিদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত