Homeখেলাধুলাকলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

[ad_1]

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ১৬তম রাউন্ডে বুধবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা লিওনেল মেসি এবার শুরু থেকেই একাদশে ফিরছেন। পাশাপাশি বেশ কিছু পরিবর্তনও ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। অনুপস্থিত থাকবেন বাঁ দিকের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো, যিনি সাসপেনশনের কারণে খেলতে পারবেন না।

গোলবারে থাকছেন নির্ভরযোগ্য এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ডানপাশে থাকবেন নাহুয়েল মোলিনা। বাঁ পাশে ফাকুন্ডো মেডিনা এগিয়ে রয়েছেন ভ্যালেন্তিন বারকোর চেয়ে। সাসপেনশন কাটিয়ে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। তার সঙ্গী হিসেবে শুরু করতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো, তবে লিওনার্দো বালের্দিকেও বিবেচনায় রাখছেন কোচ।

চোট কাটিয়ে ফিরেছেন লিয়ান্দ্রো প্যারেদেস ও এনজো ফার্নান্দেজ। মাঝমাঠে থিয়াগো আলমাদা ও রদ্রিগো ডি পলের সঙ্গে খেলতে পারেন এদের একজন। স্কালোনির সামনে আরেকটি বিকল্প—জুলিয়ানো সিমেওনে, যাঁকে দিয়ে আক্রমণে ভারসাম্য আনতে পারেন।

আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে এগিয়ে আছেন জুলিয়ান আলভারেজ। ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ক্লান্তির কারণে চিলির বিপক্ষে খেলেননি, ফলে আলভারেজই পাচ্ছেন বাড়তি সুযোগ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্ডো মেডিনা/ভ্যালেন্তিন বারকো; রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস/জুলিয়ানো সিমেওনে, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
কোচ: লিওনেল স্কালোনি

আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করায় ম্যাচটি বড় মঞ্চে প্রস্তুতি বলেই বিবেচিত হচ্ছে। তবে প্রতিপক্ষ কলম্বিয়া হাল ছাড়বে না, তাই লড়াইটা হতে পারে জমজমাট। মেসির একাদশে ফেরা তাই আর্জেন্টাইন ভক্তদের জন্য বাড়তি রোমাঞ্চের উপলক্ষ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত