Homeখেলাধুলাকাপ ফাইনালের আগে লিভারপুল শিবিরে দুঃসংবাদ

কাপ ফাইনালের আগে লিভারপুল শিবিরে দুঃসংবাদ

[ad_1]

লিভারপুলের জন্য দুঃসংবাদ—দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড চোটের কারণে কারাবাও কাপ ফাইনালে খেলতে পারবেন না। রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শিরোপা লড়াইয়ে তাকে পাবে না লিভারপুল, তবে মৌসুম শেষ হওয়ার আগেই তিনি ফিরতে পারেন বলে আশা করছে ক্লাব।

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ ১৬-তে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন আলেকজান্ডার-আর্নল্ড। পেনাল্টি শুটআউটে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নেয় লিভারপুল, আর সেই ম্যাচেই চোট পান ইংলিশ ডিফেন্ডার।

শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তিনি বলেন, ‘ট্রেন্ট ফাইনালের জন্য প্রস্তুত নয়। আমরা এখনো চোটের গভীরতা বিশ্লেষণ করছি, তবে আশা করছি, মৌসুম শেষের আগেই সে ফিরতে পারবে।’

ট্রেন্টের জায়গায় কারাবাও কাপ ফাইনালে সম্ভাব্য পরিবর্তন হতে পারেন জারেল কোয়ানসাহ। পিএসজির বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলের জন্যও তাকে ডাক পেয়েছেন নতুন কোচ থমাস টুখেল।

লিভারপুলের আরেক ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে-কেও ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের ফিটনেস নিয়ে স্লট বলেন, ‘ফাইনাল খেলা সবসময়ই রোমাঞ্চকর, তবে সুস্থ স্কোয়াড ছাড়া জেতা কঠিন। আমাদের লক্ষ্য ট্রফি জেতা, তবে প্রতিপক্ষও একই লক্ষ্যে মাঠে নামবে।’

লিভারপুল ইতোমধ্যেই ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপার জন্য লড়ছে। তবে কারাবাও কাপ ফাইনালে তাদের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে হারানো বড় ধাক্কা হতে পারে। এখন দেখার বিষয়, ট্রেন্টের অনুপস্থিতিতে ওয়েম্বলিতে কতটা সফল হতে পারে লিভারপুল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত