Homeখেলাধুলাকিউইদের বিপক্ষে ‘এ’ দলে মোস্তাফিজ-শরিফুল

কিউইদের বিপক্ষে ‘এ’ দলে মোস্তাফিজ-শরিফুল


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য শক্তিশালী এ দল ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দল ও তার আশপাশের ক্রিকেটারদের রেখেই দল ঘোষণা করে বিসিবি। দলে ডাক পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া শরিফুল ইসলামও। চার পেসার নিয়ে আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড সাজাল বাংলাদেশ।

স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতা ছাড়া একমাত্র ক্রিকেটার রেজাউর রহমান রাজা। তিনিও বেশ কয়েকটি সিরিজে জাতীয় দলের সফরসঙ্গী ছিলেন।

তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে।

প্রায় এক মাসের সফরে দুটি চার দিনের ম্যাচও খেলবে কিউইরা। সিলেটে আগামী ১৪ মে শুরু হবে প্রথমটি। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত