Homeখেলাধুলাকোচিংয়ে ফিরছেন ক্লপ! | কালবেলা

কোচিংয়ে ফিরছেন ক্লপ! | কালবেলা


প্রাক্তন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ লিভারপুল ছাড়ার পর ইঙ্গিত দিয়েছিলেন কোচিং থেকে অবসরের। তবে এক মৌসুম পরেই আবারও ডাগ আউটে ফিরছেন এই জার্মান কোচ এবং এবার তার গন্তব্য ইতালি। সিরি আ ক্লাব এএস রোমার সঙ্গে নাকি ইতিমধ্যে একটি ‘পূর্ণাঙ্গ চুক্তি’ সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম লা স্তাম্পা।

২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুলকে আবেগঘন বিদায় জানানোর পর ফুটবল থেকে কিছুটা দূরেই ছিলেন ক্লপ। ২০২৫ সালের শুরুতে তিনি যোগ দেন রেড বুল ফুটবল গ্রুপে, যেখানে গ্লোবাল সকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সবসময় মাঠ আর লড়াইয়ের উত্তেজনাই টানতো তাকে। তাই আবারো ডাগআউটে ফেরার সিদ্ধান্ত।

রোমা ইতোমধ্যেই ক্লদিও রানিয়েরির সঙ্গে অধ্যায় শেষ করেছে, যিনি বিদায় নিয়েছেন অবসর ঘোষণার মধ্য দিয়ে। নতুন কোচের সন্ধানে থাকা রোমা অনেক আগেই ক্লপকে প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল বলে জানা গেছে।

ইয়র্গেন ক্লপের প্রতি ক্লাব মালিক ফ্রিডকিন গ্রুপের আগ্রহ দীর্ঘদিনের। রিপোর্ট অনুযায়ী, ক্লপ রোমার দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং শিগগিরই রেড বুলের পদ থেকে সরে দাঁড়াবেন। যদিও অন্য এক ক্লাবের সঙ্গেও আলোচনায় ছিলেন ক্লপ—যেটি বড় অঙ্কের বিনিয়োগে কিনে নেওয়ার কথা চলছে—তবুও রোমার সঙ্গে চুক্তিই এখন বাস্তবের পথে।

রোমা আশাবাদী, ক্লপের মত একজন বিশ্বজয়ী কোচের সঙ্গে পথচলা তাদের শিরোপা স্বপ্নে নতুন জ্বালানি দেবে।

রোমা এবং ক্লপের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা। তবে ফুটবলবিশ্ব ইতিমধ্যেই মুখিয়ে আছে—দক্ষিণ ইতালির ঐতিহাসিক ক্লাব কি ক্লপের হাত ধরে ইউরোপে আবার আলো ছড়াতে পারবে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত