Homeখেলাধুলাকোচ না বদলালে পোল্যান্ডের হয়ে আর খেলবেন না লেভানডভস্কি

কোচ না বদলালে পোল্যান্ডের হয়ে আর খেলবেন না লেভানডভস্কি

[ad_1]

পোল্যান্ড ফুটবলে বড় ধাক্কা। জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডভস্কি জানিয়ে দিয়েছেন, বর্তমান কোচ মিখাউ প্রোবিয়ের্জ দায়িত্বে থাকলে তিনি আর দেশের জার্সি গায়ে চাপাবেন না। বার্সেলোনা ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, কোচের প্রতি আস্থা হারানোর কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং কোচের ওপর আস্থা হারানোর কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি— যতদিন প্রোবিয়ের্জ দায়িত্বে থাকবেন, ততদিন আমি পোল্যান্ডের জাতীয় দলের হয়ে আর খেলব না। আশা করি, আবারও দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাব।’

লেভানডভস্কি অবশ্য এই মুহূর্তে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে চলমান আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। মৌসুমের শেষভাগে চোটের কারণে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ও কোপা দেল রে’র ফাইনাল মিস করেন তিনি। পরে লা লিগার শেষ তিন ম্যাচে ফিরলেও জাতীয় দলে যোগ দেননি, বিশেষ করে জুনে মলডোভা ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের জন্য।

এই অনুপস্থিতির সুযোগে কোচ প্রোবিয়ের্জ অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছেন ইন্টার মিলানের মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে। তবে অধিনায়কত্ব হারানো নয়, বরং কোচের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ‘বিশ্বাস হারানোই’ মূল কারণ হিসেবে তুলে ধরেছেন লেভানদোভস্কি।

এর আগে পোলিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানডভস্কি বলেন, ‘আমি কোচকে জানিয়েছিলাম, আমি শারীরিকভাবে ভালো বোধ করছি না। তবে তার চেয়েও বেশি মানসিকভাবে ক্লান্ত।’

জাতীয় দলের হয়ে ১৫৮ ম্যাচে ৮৫ গোল করে রেকর্ড গড়া লেভানডভস্কির অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা পোল্যান্ডের জন্য। যদিও বিশ্বকাপ বাছাইপর্বে দল ইতোমধ্যেই দুটি ম্যাচ জিতে ভালো শুরু করেছে।

২০২৩ সাল থেকে পোল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রোবিয়ের্জ। তার অধীনে দল ইউরো ২০২৪-এর মূলপর্বে উঠলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবার ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে বদ্ধপরিকর তারা। তবে অধিনায়ক লেভানডভস্কির অনুপস্থিতি এ যাত্রাকে কতটা কঠিন করে তোলে, তা সময়ই বলে দেবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত