Homeখেলাধুলাগোল নয়, বার্সাকে বাঁচাল একটুকরো ট্যাকল!

গোল নয়, বার্সাকে বাঁচাল একটুকরো ট্যাকল!

[ad_1]

স্প্যানিশ লা লিগার শিরোপার রেসে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। তবে এই জয়টা এল একদম নাটকীয় এক মুহূর্তে। শনিবার রাতে লেগানেসের মাঠে ১-০ ব্যবধানে জয়ের মূল নায়ক হয়ে গেলেন ডিফেন্ডার ইনিজো মার্টিনেজ — গোল দিয়ে নয়, একটুকরো ‘মরণ ট্যাকল’ দিয়ে!

ম্যাচের ৯২তম মিনিট, বার্সার ডিফেন্স ভেঙে একাই গোলমুখে এগিয়ে যাচ্ছিলেন মুনির এল হাদ্দাদি। গোল হলে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেতে পারত বার্সা। কিন্তু ঠিক তখনই বজ্রপাতের মতো দৌড়ে এসে একটা নিখুঁত ট্যাকলে বল কেড়ে নিলেন ইনিজো মার্টিনেজ। এই ট্যাকলকেই গোলের মতো উদযাপন করেন কোচ হান্সি ফ্লিক।

ফ্লিক ম্যাচ শেষে বলেন, ‘গোলটা তো গুরুত্বপূর্ণই, তবে ইনিজোর শেষ মুহূর্তের সেই ট্যাকলটা ছিল অবিশ্বাস্য। আমি ওটা গোলের মতোই উদযাপন করেছি। পুরো দল করেছিল।’

ম্যাচের একমাত্র গোল আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। রাফিনহার ক্রসে লেগানেস ডিফেন্ডার জর্জ সাএঞ্জের আত্মঘাতী গোলেই এগিয়ে যায় বার্সা। তবে পুরো ম্যাচজুড়ে দাপট দেখালেও, লেগানেস শেষদিকে দারুণ চাপে ফেলে বার্সাকে।

এই জয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা, আপাতত ৭ পয়েন্ট এগিয়ে রইল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে।

তবে দুশ্চিন্তাও আছে। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদে। রোববার তার ইনজুরির স্ক্যান করা হবে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ডর্টমুন্ডের মাঠে খেলবে বার্সা, যেখানে প্রথম লেগে তারা ৪-০ ব্যবধানে এগিয়ে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত