Homeখেলাধুলাচেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফিরলেন ধোনি

চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফিরলেন ধোনি

[ad_1]

আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে আবারও নেতৃত্বে ফিরছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের কনুই ভেঙে আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়ায়, দলের হাল ধরতে ফিরে এলেন ক্যাপ্টেন ধোনি।

গায়কোয়াড় ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আঘাত পান। এরপর দিল্লি ও পাঞ্জাবের বিপক্ষে খেললেও, এমআরআই রিপোর্টে দেখা গেছে কনুইতে ফ্র্যাকচার রয়েছে। কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন, এবারের মতো তার টুর্নামেন্ট শেষ।

ফ্লেমিং বলেন, ‘ও খেলতে চেয়েছিল, কিন্তু চোটটা এবার খেলতে দিচ্ছে না। আমরা ওর চেষ্টাকে সম্মান করি।’

এই পরিস্থিতিতে ধোনি আবার সামনে এলেন। যদিও তিনি আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তবে দলের প্রয়োজনে আবার রাজি হয়েছেন দায়িত্ব নিতে। ফ্লেমিং বললেন, ‘ধোনি এক মুহূর্তও চিন্তা করেনি। জানে, এখন ওকে দলের দরকার।’

চেন্নাইয়ের মৌসুমটা এখন পর্যন্ত ভালো যাচ্ছে না—পাঁচ ম্যাচের চারটিতেই হার। তার ওপর, গায়কোয়াড় ছিলেন দলের অন্যতম ভরসা, বিশেষ করে ওপেনিংয়ে।

ধোনি এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ২৩৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। পাঁচবার শিরোপা জিতিয়েছেন দলকে, আরও অনেকবার নিয়ে গেছেন ফাইনালে। এখন দেখার বিষয়, এই অভিজ্ঞতা দিয়ে তিনি কি চেন্নাইয়ের এই কঠিন সময় সামাল দিতে পারবেন?



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত