Homeখেলাধুলাজয়ে নেপাল মিশন শেষ করল নারী কাবাডি দল

জয়ে নেপাল মিশন শেষ করল নারী কাবাডি দল


টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল তৃতীয় ম্যাচে পাওয়া জয়ে। কিন্তু চতুর্থ ম্যাচ হেরে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। শুক্রবার পঞ্চম ম্যাচে জয়ের সান্ত্বনায় সিরিজ শেষ করল বাংলাদেশ। এদিন লাল-সবুজরা ম্যাচ জিতেছে ২৮-২৩ পয়েন্টের ব্যবধানে।

ম্যাচের শুরুটা যথারীতি বাজে ছিল। প্রথম রেইডে কোনো দলই পয়েন্ট পায়নি। বাংলাদেশের রেইডার শ্রাবণী মল্লিক প্রতিপক্ষের কোর্টে গিয়ে একপর্যায়ে বেখালী হয়ে গেলেন! সুযোগ নিতে মোটেও কার্পণ্য করেনি নেপাল। দ্রুতই ম্যাচে লিড নেয় স্বাগতিকরা। সে অবস্থা থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

প্রথমার্ধ শেষে ৭ পয়েন্টে পিছিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে আসে বাংলাদেশ। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে শাহনাজ পারভিন মালেকার কোচিংয়ে খেলা দল। পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান দাঁড়ায় ৩-২।

হারলেও ভারতে আসন্ন বিশ্বকাপে এ সিরিজ কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিকভাবে উন্নতি করেছে। বিশ্বকাপের আগে কোন কোন জায়গায় কাজ করতে হবে, তা দেখিয়ে দিয়েছে এ সিরিজ। সমস্যার জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এ সিরিজ শেষে আশা করতে পারি বাংলাদেশের সামনের রাস্তা খোলা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এ সিরিজ থেকে মেয়েরা যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা বিশ্বকাপে কাজে দেবে। আমি মনে করি বাংলাদেশ উন্নতির পথেই আছে। এখন দলটির পরিচর্যা করা দরকার।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত