Homeখেলাধুলাজোড়া সেঞ্চুরিতে সিরিজ সোহানদের | কালবেলা

জোড়া সেঞ্চুরিতে সিরিজ সোহানদের | কালবেলা


নুরুল হাসান সোহানের সঙ্গে ২২৫ রানের দুর্দান্ত জুটি গড়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনেই পেলেন সেঞ্চুরির দেখা। এতেই বড় পুঁজিও পেয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের রানের পাহাড় ছাপিয়ে আর সিরিজে ফেরা হলো না নিউজিল্যান্ড ‘এ’ দলের। ৮৭ রানে জিতে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলেন সোহানরা। সেঞ্চুরিতে ম্যাচসেরা হন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬.৫ ওভার বাকি থাকতেই ২৫৭ রানে গুটিয়ে গেছে কিউই ‘এ’ দল। সোহানের ১১২ রানের সঙ্গে ১০৫ রান করেন অঙ্কন। বোলিংয়ে বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ১২ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। বরাবরের মতো ব্যর্থ হন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনে নামা এনামুল হক বিজয়ের আবারও থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেননি। ৩৯ রান করে ফেরেন তিনি। ওপেনার নাঈম শেখ এবারও থিতু হয়ে ফিরলেন ৪০ রান করে। ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের সবাই ফেরেন ড্রেসিংরুমে। এরপরই মাহিদুল ইসলামের সঙ্গে জুটি গড়েন সোহান। আগের ম্যাচেও এ দুই ব্যাটারে জিতেছিল দল। বুধবার যেন সব ছাপিয়ে গেছেন তারা। ২২৫ রানের জুটি গড়লেন; দলকে তিনশ পেরোনো ইনিংসের পথও দেখালেন তারা।

৩২২ রানের মাধায় সোহান ফেরেন আর মাহিদুল ফেরেন ৩৪৩ রানে। জয়ের জন্য পুঁজি পেয়ে যায় তারা। এরপর বোলিংয়ে শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন, রেজাউর রহমান রাজাদের সম্মিলিত প্রচেষ্টা প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারায় তারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত