Homeখেলাধুলাটটেনহ্যামকে উড়িয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

টটেনহ্যামকে উড়িয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

[ad_1]

অবশেষে লিভারপুলের অপেক্ষার অবসান। টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আনফিল্ডে নিজেদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ (২০ তম লিগ শিরোপা) শিরোপা নিশ্চিত করলো আর্নে স্লটের দল।

ম্যাচের শুরুটা অবশ্য স্বপ্নময় ছিল না। ডমিনিক সোলাঙ্কে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন। তবে এরপরই লিভারপুল ঝড় তোলে। লুইস দিয়াস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোডি গাকপো একের পর এক গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দ্বিতীয়ার্ধে মোহামেদ সালাহের গোল এবং ডেস্টিনি উদোগির আত্মঘাতী গোল লিভারপুলের জয় নিশ্চিত করে।

ইয়ুর্গেন ক্লপের যুগ শেষ হওয়ার পর অনেকেই ভাবছিলেন, লিভারপুল কি আবার আগের মতো ধার ধরে রাখতে পারবে? কিন্তু আর্নে স্লট তার প্রথম মৌসুমেই দলকে শিরোপার স্বাদ দিলেন। মৌসুমের শুরু থেকেই লিভারপুল শীর্ষস্থান ধরে রেখেছিল। যেখানে আর্সেনাল বেশ কিছুটা চাপে ছিল, আর ম্যানচেস্টার সিটি ছন্দ হারিয়ে কোনো সময়ই লড়াইয়ে ফিরতে পারেনি।

চার ম্যাচ হাতে রেখেই ১৫ পয়েন্টের বিশাল ব্যবধানে শিরোপা জিতে নেয় লিভারপুল।

এই শিরোপা লিভারপুলের দ্বিতীয় প্রিমিয়ার লিগ জয় হলেও, ইংলিশ শীর্ষ লিগে তাদের মোট শিরোপা সংখ্যা দাঁড়ালো ২০। ফলে তারা এখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন ক্লাবে পরিণত হয়েছে।

শিরোপা নিশ্চিত হওয়ার পর এখন বাকি চারটি ম্যাচ হবে উৎসবের উপলক্ষ। আগামী রোববার চেলসির মাঠে খেলতে যাবে লিভারপুল, যেখানে হয়ত আরও বড়সড় উদযাপন দেখা যেতে পারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত