দীর্ঘ এক বছরের বিরতি শেষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আগামী মাসে লন্ডনের ঐতিহাসিক লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল ও পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে মঙ্গলবার (১৩ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০২৪ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলেছিলেন গ্রিন। এরপর পিঠের চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন। তবে এবার সুস্থ হয়ে ফিরেছেন এবং নতুন করে প্রমাণ করার সুযোগ পেয়েছেন এই ২৫ বছর বয়সী অলরাউন্ডার।
এছাড়া দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও ডানহাতি পেসার জশ হ্যাজলউডও। তারা দুজনই ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। যদিও হ্যাজলউড আইপিএলে ফেরার পর ফের চোটে পড়েছেন—শেষ ম্যাচ খেলেননি তিনি, পরের ম্যাচে খেলা নিয়েও সন্দেহ ছিল। তবে তার জায়গা নিশ্চিত করা হয়েছে।
শেফিল্ড শিল্ড ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া পেসার ব্রেন্ডান ডগেট থাকছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।
সর্বশেষ গ্রীষ্মে শ্রীলঙ্কাকে ২-০ ও ভারতের বিপক্ষে ৩-১ সিরিজ জয়ী দলটির বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন। ব্যাটার সাম কনস্তাস দলে ফিরেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পর। অপরদিকে, বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেমান জায়গা পেয়েছেন টড মারফির চেয়ে এগিয়ে, যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে একাদশে সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘প্যাট, জশ ও ক্যামেরনকে দলে ফিরিয়ে আমরা উচ্ছ্বসিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুই বছরে ধারাবাহিকভাবে ভালো খেলে ফাইনালে উঠেছে দল। এটা আমাদের জন্য বিশাল সুযোগ—শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার।’
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার তারা হতে চায় প্রথম দল যারা শিরোপা ধরে রাখবে।
অস্ট্রেলিয়ার টেস্ট দল (ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফর):
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, সাম কনস্তাস, ম্যাথিউ কুহনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।
ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডান ডগেট।