নারী দলের নেপালে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার আগে পৃষ্ঠপোষকের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে এসে দেশের কাবাডির নানা দিক নিয়ে আলোচনা করলেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। সে আলোচনায় ছিল ফ্র্যাঞ্চাইজি লিগ প্রসঙ্গ। সংবাদ সম্মেলনেও উঠে এসেছিল বিষয়টি। তেমন আয়োজন হলে ফরচুন বরিশাল কাবাডির পাশে থাকবে বলে সবাইকে আশ্বস্ত করা হলো।
সংবাদ সম্মেলন কক্ষে থাকা নারী কাবাডি দলের সদস্য এবং খেলাটির সঙ্গে সংশ্লিষ্টরা করতালি দিয়ে মিজানুর রহমানের এ সংক্রান্ত কথাকে স্বাগত জানালেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে নিজের পরিকল্পনার কথা জানান। সব মিলিয়ে নেপালের বিপক্ষে আসন্ন টেস্ট ছাপিয়ে আলোচিত হলো কাবাডিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের প্রসঙ্গ। এ জন্য সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ আয়োজনের আগে ধাপে ধাপে দেশের কাবাডিকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের, যার অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। নিকট অতীতের ফলের ভিত্তিতে সিরিজটা বাংলাদেশের জন্য মোটেও সহজ হওয়ার কথা নয়। এ প্রসঙ্গে এসএম নেওয়াজ সোহাগ বলছিলেন, ‘সর্বশেষ এশিয়ান গেমস ও এসএ গেমসে আমরা নেপালের কাছে হেরেছি। সে দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু দেশটি থেকে পিছিয়ে আছি। বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক আসরের আগে নিজেদের সক্ষমতা যাচাই করতে এ সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
টেস্ট সিরিজ খেলতে আগামীকাল নেপালের রাজধানী কাঠমান্ডু যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এ সফরের পৃষ্ঠপোষক হিসেবে নারী দলের পাশে দাঁড়িয়েছে টানা দুবারের বিপিএলের শিরোপা জয়ী ফরচুন বরিশাল। খেলাটির পাশে দাঁড়ানোর প্রসঙ্গে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলছিলেন, ‘ছোট বেলায় হা-ডু-ডু বা কাবাডি খেলেছি। জাতীয় খেলা কাবাডির পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কাবাডিকে সাপোর্ট করুন, খেলাটি উন্নতি করছে। আমরা বর্তমানে পাঁচ নম্বরে আছি। ভবিষ্যতে সেখান থেকে উন্নতির চেষ্টা করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আশা করছি, আমরা কাবাডিকে ভালো জায়গায় দেখতে পাব।’
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়ে কথা বলছিলাম। এখানে যেহেতু প্রসঙ্গটা উঠেছে, আমি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদককে বলব—পরিকল্পনা সাজান, আমরা পাশে থাকব।’