Homeখেলাধুলাতাহলে কী ব্রাজিল ডাকছে আনচেলত্তিকে?

তাহলে কী ব্রাজিল ডাকছে আনচেলত্তিকে?


কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হেরে আবারও সংকটে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে প্রশ্ন উঠে গেছে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও। এমন মুহূর্তে, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন আরও জোরালো হলো ইতালিয়ান কোচের মন্তব্যে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আনচেলত্তি স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন, তার মাদ্রিদ অধ্যায় হয়তো শেষের পথে। ‘আমি থাকতে পারি, থেমেও যেতে পারি। এটা আজকের বিষয় নয়, সামনের ক’সপ্তাহের বিষয়,’ বললেন তিনি। ইতিমধ্যেই মিডিয়ায় গুঞ্জন—দরিভাল জুনিয়রের উত্তরসূরি হিসেবে ব্রাজিল জাতীয় দল আনচেলত্তিকে চাইছে সবচেয়ে বেশি।

মাঠের লড়াইয়ে বার্সেলোনা ছিল দুর্দান্ত। একদম শেষ মুহূর্তে কুন্দের গোল রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উৎসব করেছে কাতালানরা। অন্যদিকে, হারের যন্ত্রণা মাদ্রিদ শিবিরে স্পষ্ট।

এদিনের এল ক্লাসিকো ঘিরে আরও একটি বিতর্কের জন্ম হয়—রেফারির প্রতি বিদ্বেষ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোএচিয়া অভিযোগ করেছিলেন, রিয়াল মাদ্রিদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তার ছেলে স্কুলে গিয়ে সহপাঠীদের কাছ থেকে ‘চোরের সন্তান’ বলেও হেনস্তার শিকার হচ্ছে!

মাঠে রেফারির সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েন রিয়ালের খেলোয়াড়রাও। বিশেষ করে শেষদিকে বেঞ্চ থেকে উঠে এসে বোতল ও বরফের প্যাকেট ছুঁড়ে মারেন অ্যান্তোনিও রুডিগার, যার জন্য সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে আনচেলত্তি এসব বিতর্কে যেতে চাননি। ‘রেফারি নিয়ে আমি কথা বলতে চাই না,’ সংক্ষিপ্ত জবাব তার।

বার্সার কাছে পরাজয়, মাঠের বাইরে বিতর্ক আর সামনের দিনে সম্ভাব্য বিদায়—সব মিলিয়ে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায় যেন ক্রমেই অনিশ্চয়তার ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। এখন দেখার পালা, তিনি কি সত্যিই ব্রাজিলের ডাকে সাড়া দেন, নাকি আরও একবার ইতিহাস গড়তে সান্তিয়াগো বার্নাব্যুয়ে থেকেই যান!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত