Homeখেলাধুলানতুন চুক্তিতে সপ্তাহে কত টাকা আয় করবেন ইয়ামাল?

নতুন চুক্তিতে সপ্তাহে কত টাকা আয় করবেন ইয়ামাল?


মাত্র ১৭ বছর বয়সেই লিওনেল মেসি ও রোনালদিনহোর উত্তরসূরি! এখন বার্সেলোনার অন্যতম সর্বোচ্চ আয় করা ফুটবলারও তিনি। নতুন এক বিস্ময়কর চুক্তিতে বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিস্ময়বালক লামিন ইয়ামাল, যার আর্থিক শর্ত শুনলে চোখ কপালে উঠবে।

BeIN Sports-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের নতুন এই চুক্তিতে তার বার্ষিক বেতন ১৫ মিলিয়ন ইউরো, যা বোনাসসহ বেড়ে দাঁড়াতে পারে ২০ মিলিয়নে। টাকার অঙ্কে যা দাঁড়ায় বছরে প্রায় ১৯০ কোটি থেকে ২৫৫ কোটি টাকা! অর্থাৎ সপ্তাহে £৩২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা। এই বেতন কাঠামোতে তিনি উঠে এসেছেন বার্সার সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায়।

বার্সা বোঝাতে চেয়েছে- ইয়ামাল শুধু ভবিষ্যতের তারকা নন, বর্তমানেও তাদের মূল সম্পদ। তাই চুক্তিতে রাখা হয়েছে এক অবিশ্বাস্য রিলিজ ক্লজ- ১ বিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকা! এই অঙ্কের পর স্পষ্ট, ইয়ামালকে অন্য কোনো ক্লাব ছুঁতেও চাইলে দিতে হবে রেকর্ড পরিমাণ অর্থ।

হ্যান্সি ফ্লিকের অধীনে সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। সব মিলিয়ে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট, যা তার বয়স বিবেচনায় রীতিমতো বিস্ময়কর। এই পারফরম্যান্সেই জায়গা করে নিয়েছেন সম্ভাব্য ব্যালন ডি’অর তালিকাতেও।

আনসু ফাতি বার্সা ছাড়লে, ইয়ামাল পেতে পারেন ঐতিহাসিক নম্বর ১০ জার্সি, যেটি একসময় মেসি ও রোনালদিনহোর গায়ে দেখা গেছে। এটি কেবল এক নম্বর নয়, বার্সার আস্থার প্রতীক, যা এখন ইয়ামালের হাতেই তুলে দেওয়ার পরিকল্পনা ক্লাবের।

চুক্তির ধকল সেরে ছুটিতে যাচ্ছেন ইয়ামালরা। তবে সামনে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশন। চুক্তির অঙ্ক আর মাঠের পারফরম্যান্স- দুই মিলিয়েই স্পষ্ট, এই তরুণই বার্সার ভবিষ্যৎ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত