Homeখেলাধুলানাহিদ-রিশাদকে দ্রুত পাকিস্তান থেকে ফেরাতে চায় বিসিবি

নাহিদ-রিশাদকে দ্রুত পাকিস্তান থেকে ফেরাতে চায় বিসিবি


পাকিস্তানে সাম্প্রতিক ড্রোন হামলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে অস্থিরতা চরমে। নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে এখন নিজেদের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে বৃহস্পতিবার বিকেলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপরই স্থগিত হয়ে যায় করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ। একইসঙ্গে স্থগিত হয় পরদিনের লাহোর বনাম জালমির ম্যাচও। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ ও রানার ওপরও।

ক্রিকবাজ বিসিবি সূত্রে জানায়, পিএসএলে অংশ নেওয়া রিশাদ ও রানার আর পাকিস্তানে থেকে খেলার আগ্রহ নেই। তারা দ্রুত দেশে ফিরতে চায়।

বিষয়টি নিশ্চিত করে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমরা চাই যত দ্রুত সম্ভব ওরা নিরাপদে দেশে ফিরে আসুক।’

বিসিবি আরও জানায়, দুই ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা যেন আতঙ্কমুক্ত থাকেন, সে দিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে,’— বিবৃতিতে এমনটাই উল্লেখ করেছে বোর্ড।

শেষ পর্যন্ত নিরাপদে রিশাদ হোসেন ও নাহিদ রানার দেশে ফেরা নিশ্চিত হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে বাংলাদেশি ক্রিকেটভক্তরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত