Homeখেলাধুলাপর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল রোনালদোর ছেলে

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল রোনালদোর ছেলে


বাবা ইতিহাস গড়েছেন মাঠে, এবার ছেলের পালা—১৪ বছর বয়সেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে, ক্রিশ্চিয়ানো জুনিয়র। আল-নাসরের যুব একাডেমিতে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেলেন এই তরুণ ফরোয়ার্ড।

রোনালদো জুনিয়রের এই অর্জনে উচ্ছ্বসিত বাবা রোনালদো নিজেই। ইনস্টাগ্রামে ছেলের জন্য আবেগঘন বার্তায় লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, ছেলে!’

যদিও এমন কিছু ঘটার জন্য রোনালদোকে নিজের ক্যারিয়ার আরও কয়েক বছর বাড়াতে হবে, তবে রোনালদো আগেই বলেছিলেন, ‘আমি চাই, এটা ঘটুক। এটা নিয়ে রাতে ঘুম হারাম হয় না ঠিকই, কিন্তু ইচ্ছা আছে। এখন বিষয়টা ছেলের উপরই নির্ভর করছে।’

পরিবার এবং বসবাসের নিয়ম অনুযায়ী জুনিয়র অন্তত পাঁচটি দেশের হয়ে খেলার যোগ্যতা রাখেন—পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দে। তবে আপাতত বাবার পদাঙ্ক অনুসরণ করেই পর্তুগালের জার্সিতে ক্যারিয়ার শুরু করছেন তিনি।

পর্তুগালের হয়ে জুনিয়র অংশ নেবেন ভ্লাটকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টে, যা অনুষ্ঠিত হবে ক্রোয়েশিয়ায় ১৩ থেকে ১৮ মে পর্যন্ত। সেখানে মাঠে নামার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যখন ৪০ বছর বয়সেও আল-নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন, তখন তার ছেলের এই উত্থান রোমাঞ্চিত করছে ভক্তদের। ফুটবলবিশ্বে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রোনালদো ও রোনালদো জুনিয়র কি একসাথে মাঠে নামবেন?

ভবিষ্যতের উত্তর এখনো অজানা, কিন্তু এ কথা নিশ্চিত—ফুটবলের রাজপুত্র তার নিজের রাজত্ব শুরু করে ফেলেছেন!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত