Homeখেলাধুলাপাঁচ বোলারেই আস্থা, বাড়তি ব্যাটার নিয়ে ভাবছেন না সিমন্স

পাঁচ বোলারেই আস্থা, বাড়তি ব্যাটার নিয়ে ভাবছেন না সিমন্স

[ad_1]

সিলেটে জিম্বাবুয়ের কাছে হারের হতাশা পেছনে ফেলে এবার নতুন শুরু চায় বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দল নিয়ে খোলামেলা কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে আগ্রাসী ক্রিকেট, উন্নতির প্রত্যয় আর বাস্তবতার ছাপ।

সিমন্স স্পষ্ট জানালেন, ‘আমরা জানি প্রথম ইনিংসে আমরা ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছিলাম। নিজেকেই ফাঁদে ফেলেছিলাম। তবে এবার আমাদের লক্ষ্য পজিটিভ ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলা। শুধু বসে থেকে দিনে ২০০ রান করলেই চলবে না।’

তবে দ্রুত বদলে যাওয়ার কথা বলছেন না সিমন্স। ট্রানজিশন পিরিয়ডের বাস্তবতা মানছেন তিনি, ‘আমরা যেখানে যেতে চাই সেখানে পৌঁছাতে সময় লাগবে। তবে কিছু লুজ শট আর সফট ডিসমিসাল ছিল, এটা আমাদের ঠিক করতেই হবে।’

দ্বিতীয় টেস্টে কি এক্সট্রা ব্যাটার খেলানো হবে? সিমন্সের জবাব ছিল পরিষ্কার, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ বোলার চাই-ই। মিরাজ আমাদের অলরাউন্ডার আছে। যদিও আগের ম্যাচে সে রান পায়নি, তবে এখানে টেস্ট সেঞ্চুরির অভিজ্ঞতা আছে তার। তাই আমরা পাঁচ বোলার নিয়েই খেলব।’

ব্যাটিংয়ে ‘টেম্পো’ নিয়ে কথা বলতে গিয়ে সিমন্স বুঝিয়ে দিলেন— অযথা ঝুঁকি নয়, সময় বুঝে এগোতে হবে। ‘আগ্রাসন স্কিল থেকেই আসে। উইকেটে গেলেই সেটা ফুটে উঠবে। তবে প্রতিদিন ৫ রান করতেই হবে—এমন জেদ নয়। কোথাও ২, কোথাও ৩ রান করেও এগোতে হবে।’

ওপেনিংয়ে অনিয়মিত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই সিমন্স অকপটে বললেন, ‘হয়তো ওয়ানডে বা ঘরোয়া লিগ থেকে সরাসরি টেস্টে আসাটা আদর্শ না। তবে আমরা ওপেনিং সমস্যা সমাধানে কাজ করছি। এটা চলমান প্রক্রিয়া।’

ডিরেক্ট হিট আর রানআউটের ঘাটতি নিয়েও খোলামেলা কথা বলেছেন কোচ। তার ভাষায়, ‘সবাই চায় বেশি বেশি ডিরেক্ট হিট হোক। আমরা এই জায়গায় কাজ শুরু করেছি। সামনে এর উন্নতি দেখতে পাবেন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত