পাকিস্তান সফর নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে শুরু হলো বাংলাদেশের মিশন। শনিবার ভোরে টাইগারদের প্রথম দফার বহর পৌঁছেছে পাকিস্তানের লাহোরে। যদিও পুরো দল এখনো একত্রিত হয়নি, তবুও শুরুটা হয়ে গেছে টাইগারদের প্রতীক্ষিত সফরের।
প্রথম বহরে রয়েছেন চারজন ক্রিকেটার—হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। সঙ্গে আছেন দলীয় ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা লাহোরে পৌঁছাবেন আগামীকাল, ২৬ মে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফর নিয়ে কারও ওপর জোর খাটায়নি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে দলের সঙ্গে যাচ্ছেন না।
প্রথমে পরিকল্পনা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। কিন্তু ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনে পিএসএল পেছানোর প্রভাব পড়ে এই সিরিজের ওপরও। দুই দেশের বোর্ড আলোচনার মাধ্যমে সিরিজটি তিন ম্যাচে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। প্রথম ম্যাচ ২৮ মে, দ্বিতীয়টি ৩০ মে এবং শেষ টি-টোয়েন্টি হবে ১ জুন।
দুই দলের স্কোয়াড
বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান। স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মেহেদী মিরাজ, শান্ত, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
অন্যদিকে পাকিস্তান দলে নেই বাবর আজম, শাহীন আফ্রিদি কিংবা মোহাম্মদ রিজওয়ান। তবে এই সিরিজে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। দলে আছেন শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, সাইম আইয়ুবসহ বেশ কয়েকজন পরীক্ষিত পারফর্মার।
আরব আমিরাতের কাছে হতাশাজনক সিরিজ হারের পর মানসিকভাবে কিছুটা কোণঠাসা বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবার নিজেদের গুছিয়ে নেওয়ার বড় সুযোগ লিটনদের সামনে।
এই সিরিজের পারফরম্যান্স শুধু জয়-পরাজয়ের নিরিখেই নয়, দলের আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ। সফরটা কতটা সফল হয়, তার উত্তর দেবে আগামী কয়েকটি দিন। তবে শুরুটা অন্তত হয়ে গেছে—টাইগাররা এখন পাকিস্তানে!