Homeখেলাধুলাপিএসজির ঐতিহাসিক জয়ে মেসি-নেইমারকে ধন্যবাদ সভাপতির

পিএসজির ঐতিহাসিক জয়ে মেসি-নেইমারকে ধন্যবাদ সভাপতির

[ad_1]

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ইতিহাসে নতুন ভোর। অবশেষে ইউরোপের রাজমুকুট উঠেছে তাদের মাথায়। মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লুইস এনরিকের দল। আর এই ঐতিহাসিক সাফল্যের পরই ক্লাবের সাবেক মহাতারকাদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

টকস্পোর্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই—হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া বা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি, কিলিয়ান এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েননি ঠিকই, কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তাঁরাই। আমরা কখনই তাদের অবদান ভুলব না।’

মেসি-নেইমার-এমবাপ্পের পরবর্তী যুগে পিএসজি যে কৌশলগতভাবেই নতুন পথে হাঁটছে, তা স্পষ্ট করে দেন খেলাইফি। ‘হ্যাঁ, আমরা এখন তারকা কিনি না। এখন আমরা এমন খেলোয়াড় চাই, যারা ক্লাবের জন্য নিজেদের নিঃশেষ করে দিতে চায়। দল এখন তারকাদের ঘিরে নয়, বরং তারকারা এখন দলের জন্য খেলছে। এটাই পার্থক্য।’

চ্যাম্পিয়ন্স লিগে এবারের সেরা খেলোয়াড় উসমান ডেম্বেলে, আর সেরা উদীয়মান খেলোয়াড় দেজিরে দুয়ে—দুজনেই পিএসজি থেকে। ‘আমাদের সাতজন খেলোয়াড় আছে এবারের সেরা একাদশে। এটা প্রমাণ করে, আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না, বরং ভবিষ্যত তৈরি করছি।’ — বলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লক্ষ্য পিএসজির লক্ষ্য ক্লাব বিশ্বকাপ। জুন মাসেই যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই প্রতিযোগিতায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে লুইস এনরিকের পিএসজি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত