Homeখেলাধুলাপ্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ জয়

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ জয়

[ad_1]

ঘরের মাঠে সিরিজ জয় দিয়েই শেষ করল বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারক ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় বাংলাদেশ। ফলে শেষ ওয়ানডেটি পরিণত হয় অলিখিত ফাইনালে। সেই চাপের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৯১ রানে আটকে রেখে জয় নিশ্চিত করে রাকিবুল-রাব্বিরা।

এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন করেন ২৬ রান। এরপর রায়ান রাফসান (১৯) ও আরিফুল ইসলামও যোগ করতে পারেননি বড় কিছু। ধুঁকতে থাকা ব্যাটিং লাইনআপে হাল ধরেন উইকেটকিপার ব্যাটার আকবর আলী। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৮ রান করলেও তিনিও ফিরে যান গুরুত্বপূর্ণ সময়ে।

১১৮ রানে ৮ উইকেট হারিয়ে যখন দিশেহারা অবস্থা দলের, তখন দৃঢ়তা দেখান মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। দুইজনের ব্যাটে আসে মূল্যবান ৮৪ রানের জুটি। অষ্টম উইকেট জুটিতে রাকিবুল ৪২ রান করেন, রাব্বি তুলে নেন দুর্দান্ত ফিফটি। তার ৫৮ রানের ইনিংসে ভর করেই ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান

জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা শুরু থেকেই চাপে পড়ে যায় টাইগার স্পিন আক্রমণে। বাঁহাতি স্পিনার রাকিবুল ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। রাব্বি ও ওয়াসি নেওয়াজের ঘূর্ণিতে যোগ হয় দুটি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে তায়ান ভ্যান বোরেন সর্বোচ্চ ৪০ রান করলেও জয় এনে দিতে পারেননি। ৪৬.২ ওভারে ১৯১ রানে অলআউট হয় সফরকারীরা।

এই জয়ে সিরিজের ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও বোলিং পারফরম্যান্সে সিরিজে ফিরেছে তারা। রাব্বি ও রাকিবুলের অলরাউন্ড নৈপুণ্য ছিল জয় এনে দেওয়ার মূল চাবিকাঠি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত