Homeখেলাধুলাফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিসিবি সভাপতি

ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিসিবি সভাপতি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিতর্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, তিনি বিদেশে ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যাসিস্ট রেজিম’ অর্থাৎ সদ্য বিদায়ী রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব অভিযোগকে সরাসরি মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।

ফারুক স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি থাকত, তাহলে আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি নতুন সরকারের অধীনে নিযুক্ত সভাপতি। নতুন সরকার যদি দেখত, আমার সামান্য সংশ্লিষ্টতাও আছে, তাহলে আমি আজ এখানে থাকতাম না।’

গত আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবিতে যুক্ত হন ফারুক। প্রথমে পরিচালক হিসেবে দায়িত্ব নেন, পরে একই বৈঠকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের প্রেক্ষিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর কিছুদিন পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ঘুরতে থাকে—ফারুক নাকি ক্ষমতাচ্যুত পুরনো শাসকগোষ্ঠীর সঙ্গে গোপনে যুক্ত ছিলেন।

ফারুক এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমার কাজ হলো দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যদি ব্যক্তিগত স্বার্থে জড়িত থাকতাম, তাহলে কখনোই এ পদে থাকতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন একটা বোর্ড গঠন করেছি। একটা নতুন যুগের সূচনা হয়েছে। ইয়াং ট্যালেন্ট তুলে আনার চেষ্টা করছি। গত ১০-১২ বছর যা হারিয়ে গিয়েছিল, তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করছি। সিসিডিএমের সালাউদ্দিন, দীপন, রুবেল—সবাই অনেক পরিশ্রম করছে এই বদলের জন্য।’

অভিযোগকারীদের উদ্দেশে ফারুক বলেন, ‘ভালো কাজগুলো অনেক সময় নিচে চাপা পড়ে যায়। আমরা চাই গঠনমূলক সমালোচনা হোক, সেটা স্বাগত জানাই। কিন্তু অহেতুক সমালোচনা করলে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে হয়। আমার দায়িত্ব দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা নয়।’

তবে এই অভিযোগগুলো কে বা কারা ছড়িয়েছে, সে বিষয়ে সরাসরি কাউকে দায়ী না করলেও ফারুক ইঙ্গিত দেন, বোর্ডের ভেতর ও বাইরে অনেকেই স্বার্থান্বেষী। ‘এই জায়গাটা অনেকের আগ্রহের জায়গা। অনেক সময় বাইরের প্রভাবেও ভালো কাজগুলো প্রশ্নবিদ্ধ হয়,’ বলেন তিনি।

বর্তমানে বিসিবির ভেতরে যে পরিবর্তনের ছাপ পড়েছে, তার নেতৃত্বে থাকা ফারুক আহমেদ স্পষ্ট করে দিয়েছেন—দেশ, ক্রিকেট এবং দায়িত্বই তার একমাত্র অগ্রাধিকার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত