Homeখেলাধুলাবাংলাদেশ ফুটবল দলের নতুন হোম জার্সি প্রকাশ, পাওয়া যাবে কোথায়?

বাংলাদেশ ফুটবল দলের নতুন হোম জার্সি প্রকাশ, পাওয়া যাবে কোথায়?

[ad_1]

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হোম জার্সিতে এলো নতুনত্ব। লাল-সবুজ ঐতিহ্যের বাইরে গিয়েই এবার সাদা রঙে মোড়ানো এক ভিন্নমাত্রার জার্সি উন্মোচন করেছে দেশীয় ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘দৌড়’। নতুন এই জার্সি প্রকাশের মধ্য দিয়ে দেশের ফুটবলে যেন শুরু হলো এক নতুন ধারার প্রতিচ্ছবি।

জার্সিটি উন্মোচিত হয় বৃহস্পতিবার, একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। সঙ্গে প্রকাশিত হয়েছে জামাল ভূঁইয়া, তপু বর্মন ও তারিক কাজীর পরনে থাকা নতুন জার্সির একটি প্রোমোশনাল ভিডিও, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

প্রচলিত লাল-সবুজের বদলে এবারের হোম জার্সিতে সাদা রঙে রাখা হয়েছে আধিপত্য। কাঁধ ও হাতায় সবুজের ছোঁয়া, আর লাল রঙে টানা বাউন্ডারি ডিজাইনের মধ্যে নতুনত্ব এনে দিয়েছে। বুকের অংশ ও পেছন জুড়ে রয়েছে একটানা সাদার ব্যবহার, যার সঙ্গে মিলিয়ে ভি-আকৃতির কলারে রাখা হয়েছে লাল-সবুজের মিশ্রণ। পতাকার প্রতীকী উপস্থিতি থাকছে হাতার নিচের দিকে, যা জার্সিকে দিয়েছে একটি ঐকতানবদ্ধ বার্তা।

জার্সি প্রসঙ্গে ‘দৌড়’ এক আবেগঘন বক্তব্যে জানিয়েছে, ‘এটি কেবল এক টুকরো কাপড় নয়, এটি একটি বার্তা—যা হৃদয়ের স্পন্দনে বাজে। আপনি যেখানেই থাকুন না কেন, এই জার্সি পরার অর্থ, আপনি বাংলাদেশের জন্য একই স্বপ্নে দৌড়াচ্ছেন।‘

নতুন হোম জার্সিতে বাংলাদেশ দলকে প্রথমবার দেখা যেতে পারে আগামী ১০ জুন, ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে। ম্যাচটিকে ঘিরে যেমন উৎসাহ তুঙ্গে, তেমনি নতুন জার্সি নিয়েও চলছে সমর্থকদের আলোচনা-সমালোচনা। কেউ এই সাদা রঙের আধিপত্যকে সাহসী ও নতুন যুগের সূচনা বলে অভিহিত করছেন, আবার কেউ ধরে আছেন ঐতিহ্যচ্যুতি হিসেবে।

এই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের, যার আগমন নিয়েও সমর্থকদের মাঝে বাড়ছে কৌতূহল।

সমর্থকেরা নতুন হোম জার্সিটি চাইলে সরাসরি ‘দৌড়’-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এর নির্ধারিত মূল্য রাখা হয়েছে ১৩৯৯ টাকা।

নতুন জার্সি শুধু পোশাক নয়, বরং জাতীয় ফুটবলের এক নতুন অধ্যায়ের প্রতীক হয়ে উঠবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়—এই জার্সি এখন কেবল মাঠেই নয়, মনেও আলোড়ন তুলেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত