Homeখেলাধুলাবার্লিন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করলেন ইমামুর

বার্লিন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করলেন ইমামুর


বাংলাদেশের আল্ট্রা ডিসটেন্স দৌড়বিদ ইমামুর রহমান একসাথে সফলভাবে সম্পন্ন করলেন ইউরোপের দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা— বার্লিন সুপার হাফ ম্যারাথন ২০২৫ এবং ইউরোপিয়ান রানিং চ্যাম্পিয়নশিপস ২০২৫।

গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয় বার্লিন সুপার হাফ ম্যারাথন, যেখানে বিশ্বের ১২৫টি দেশের প্রায় ৪৫,০০০ দৌড়বিদ অংশ নেন। মাত্র ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন আবহাওয়ার মধ্যেও ইমামুর ২১.১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সফলভাবে ফিনিশিং লাইন অতিক্রম করেন। ফিনিশ লাইনে পৌঁছে তিনি তুলে ধরেন বাংলাদেশের পতাকা, যা ছিল একটি গর্বময় মুহূর্ত।

এক সপ্তাহ পর, ১৩ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান রানিং চ্যাম্পিয়নশিপস ২০২৫। এই প্রতিযোগিতায় অংশ নেন ২৮,০০০-এর বেশি দৌড়বিদ। ৪২.২ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের পথে ছিল উচ্চমাত্রার এলিভেশন এবং তীব্র বৃষ্টি ও ঠাণ্ডা হাওয়া, যা প্রতিযোগিতাকে করে তোলে আরও চ্যালেঞ্জিং। ব্রাসেলস থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় লুভেন শহরে। সেখানেও দৌড় শেষ করে বাংলাদেশের পতাকা হাতে বিজয়ীর হাসি নিয়ে দাঁড়ান ইমামুর।

ইমামুর বলেন, ‘দুইটি প্রতিযোগিতাই ছিল বিশ্বমানের, যেখানে অংশ নিয়েছেন অনেক অভিজাত দৌড়বিদ। আবহাওয়া যেমন ছিল কঠিন, তেমনি অভিজ্ঞতাটাও ছিল অসাধারণ। বিশেষ করে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারাটা আমার জন্য গর্বের।‘

২০২৪ সালজুড়ে ইমামুর অংশ নিয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক আল্ট্রা এবং ম্যারাথন দৌড়ে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে সম্পন্ন করেন UTMB এশিয়া মেজর ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ম্যারাথন। এছাড়া অংশ নেন ফুকেট আল্ট্রা ম্যারাথন, উদোনপিট রান, পাত্তায়া ম্যারাথন, এবং টিসিএস অ্যামস্টারডাম ম্যারাথন-এ।

২০২৫ সালে ইতোমধ্যে ইমামুর দৌড় সম্পন্ন করেছেন ঢাকা ম্যারাথন এবং ওসাকা ম্যারাথন (জাপান)। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ম্যারাথন ও আল্ট্রা ট্রেইল ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত