Homeখেলাধুলাবার্সার রাফিনিয়া-ইয়ামালের হাতে লা লিগার বর্ষসেরার পুরস্কার

বার্সার রাফিনিয়া-ইয়ামালের হাতে লা লিগার বর্ষসেরার পুরস্কার

[ad_1]

স্প্যানিশ লা লিগা ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার দাপটের নেপথ্যে ছিলেন দুজন—একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান রাফিনিয়া, আরেকজন তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। শুক্রবার লা লিগার বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে এই দুজনই পেলেন প্রাপ্য স্বীকৃতি। রাফিনিয়া হয়েছেন বর্ষসেরা খেলোয়াড়, আর ইয়ামাল জিতেছেন সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার।

২৮ বছর বয়সী রাফিনিয়া এ মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে করেছেন ৩৪টি গোল ও করিয়েছেন ২৫টি। তার দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জিতেছে—লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে আসা রাফিনিয়া সম্প্রতি বার্সার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। তার অন্যতম সেরা মুহূর্ত ছিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে শেষ দিকে বার্সাকে এগিয়ে নেওয়া গোলটি। যদিও পরে ইন্টার গোল শোধ করে অতিরিক্ত সময়ে ম্যাচ জিতে নেয়। এবারের ইউরোপিয়ান আসরে এটি ছিল রাফিনিয়ার ১৪ ম্যাচে ১৩তম গোল।

অন্যদিকে, মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের নাম উজ্জ্বল করে তুলেছেন লামিন ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় করেছেন ৯টি গোল, আর চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি। দুর্দান্ত গতি, বল কন্ট্রোল ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ইতিমধ্যেই তুলনা টানা হচ্ছে কিংবদন্তিদের সঙ্গে।

লা লিগার এই সম্মাননা যেন বার্সার জন্য আরও এক প্রাপ্তি, যেখানে অভিজ্ঞতা আর তারুণ্য মিলে তৈরি হচ্ছে এক নতুন যুগের সম্ভাবনা। রাফিনিয়া-ইয়ামাল জুটি যেন সেই সম্ভাবনার প্রতীক—একজন নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন উঠে আসছেন সামনে থেকে ভবিষ্যতের বার্সেলোনা গড়তে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত