Homeখেলাধুলাবার্সা পয়েন্ট খোয়ানোয় জমে উঠেছে লা লিগার শিরোপা রেস

বার্সা পয়েন্ট খোয়ানোয় জমে উঠেছে লা লিগার শিরোপা রেস


স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সামনে সুবর্ণ সুযোগ ছিল। রিয়াল মাদ্রিদের হারের পর পয়েন্ট ব্যবধান বাড়িয়ে লা লিগা শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ এসেছিল হান্সি ফ্লিকের শিষ্যদের সামনে। কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিল ৩৮ বছর বয়সী এক গোলরক্ষক—আড্রিয়ান। যার দুর্দান্ত পারফরম্যান্সে আটকে গেল কাতালানরা। রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শিরোপার পথটা আরও সহজ করার সুযোগ হাতছাড়া করলো বার্সা।

শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা দারুণই করেছিল বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটেই গাভির গোলে এগিয়ে যায় তারা, ফেরান তোরেসের চমৎকার অ্যাসিস্টে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭তম মিনিটেই জিওভান্নি লো সেলসোর কর্নার থেকে হেডে সমতা ফেরান বেটিসের ডিফেন্ডার নাটান।

এরপর ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি বার্সা। রাফিনিয়া, কুন্দে, ফারমিন লোপেজরা একের পর এক চেষ্টা করেও আড্রিয়ানের প্রাচীর ভাঙতে ব্যর্থ হন। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বার্সা ৭৫ শতাংশ বল দখলে রেখেও গোল আদায় করতে পারেনি, যার মূল কারণ আড্রিয়ানের অসাধারণ সেভগুলো।

খেলার পর বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘একটি ম্যাচ কমে গেল, একটি পয়েন্ট বাড়ল—এটা ইতিবাচক দিক। প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি, তবে দ্বিতীয়ার্ধে দারুণ চেষ্টা করেছি। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। সেটা মাঝেমধ্যেই হয়।’

গাভিও ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে বলেন, ‘জিততে পারলে পয়েন্ট টেবিলে আমাদের অবস্থা আরও ভালো হতো। অনেক সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। সেটা মেনে নিয়ে সামনে এগোতেই হবে।’

এই ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও রিয়াল মাদ্রিদের থেকে মাত্র চার পয়েন্টে এগিয়ে বার্সা, যারাও গত ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে। অন্যদিকে, বেটিস ৪৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে।

আড্রিয়ানের অতিমানবীয় গোলরক্ষণা, নাটানের হেড আর বার্সার ব্যর্থতা—সব মিলিয়ে জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত