Homeখেলাধুলাবিকেলে জরুরি সভায় বসছে বিসিবি

বিকেলে জরুরি সভায় বসছে বিসিবি


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা বিতর্ক ও অনিয়মের মধ্য দিয়ে যাচ্ছে। এই টালমাটাল পরিস্থিতির প্রেক্ষাপটে রোববার (২৭ এপ্রিল) বিকেলে জরুরি সভায় বসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৪টায় অনলাইনে (জুম) এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

বিসিবির এক পরিচালকের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে দেশের একটি গণমাধ্যম। এর আগে গত ২৪ মার্চ বিসিবির ১৯তম কার্যনির্বাহী সভা বসার কথা ছিল। তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়। এরপর একের পর এক বিতর্ক সৃষ্টির পর আজ নতুন করে সভায় বসছে বোর্ড।

তবে আজকের সভার নির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। বিসিবির একাধিক সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ের আলোচিত নানা বিষয় এ সভায় এজেন্ডা হিসেবে উঠতে পারে। বিশেষ করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা।

সম্প্রতি গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ডের ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও গতকাল বিসিবি আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ‘নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করা হয় এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকে পুনঃবিনিয়োগ করা হয়েছে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির পরিচালনা ব্যয়ের জন্য নির্ধারিত একাউন্টে স্থানান্তর করা হয়।’

এদিকে ঘরোয়া ক্রিকেটেও চলছে অস্থিরতা। বিসিবির সিদ্ধান্তে তাওহীদ হৃদয়ের ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি তামিম ইকবালসহ সিনিয়র ক্রিকেটাররা বিসিবির সঙ্গে বৈঠক করে তিনটি বিষয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন।

এছাড়া, বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানও বোর্ডের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং বোর্ড পরিচালনায় স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে।

জরুরি সভায় এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেটপ্রেমী এবং বোর্ড সংশ্লিষ্ট সবাই এখন তাকিয়ে আছে বিসিবির বিকেলের সভার দিকে—দেখার অপেক্ষা, কোন দিকনির্দেশনা আসে দেশের ক্রিকেটের এই সংকটময় সময়ে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত