স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ছয় বছরের জাদুকরী অধ্যায়ের পর বিদায়ের সুর বাজছে কার্লো আনচেলত্তির। আগামী ২৬ মে থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন এই ইতালিয়ান। তবে মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি। বরং বিদায়ের মুহূর্তেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতায় ভরপুর আনচেলত্তি জানালেন—‘রিয়ালের সঙ্গে কখনও কোনো সমস্যা হয়নি, ভবিষ্যতেও হবে না।’
৬৫ বছর বয়সী আনচেলত্তির ব্রাজিল কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। যদিও রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। আনচেলত্তির অধীনে রিয়াল তাদের চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে ২৫ মে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
প্রেস কনফারেন্সে আনচেলত্তি বলেন, ‘যদি আজ এই সংবাদ সম্মেলন না থাকত, তা হলে দারুণ হতো। এখন কিছু বিষয় খোলাসা করতে পারছি না, কারণ আমি এখনও মাদ্রিদের কোচ এবং ক্লাবের প্রতি সম্মান রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ হব। এটা একটা দারুণ চ্যালেঞ্জ, তবে এর আগে আমি মাদ্রিদের সঙ্গে এই সুন্দর যাত্রার শেষটাও ভালোভাবে করতে চাই।’
আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসতে পারেন বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ ও রিয়ালের সাবেক তারকা মিডফিল্ডার জাবি আলোনসো।
রিয়ালের সঙ্গে সম্পর্ক নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি কখনোই রিয়ালের সঙ্গে কোনো সমস্যা অনুভব করিনি, আর কখনো করবোও না। এই ক্লাব আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সবকিছুরই শেষ আছে। আমি আজীবন রিয়ালের কোচ থাকতে পারতাম না। নতুন দিক থেকে ক্লাবকে ভাবতে হয়।’
বিদায়ের মুহূর্তে তিনি জানালেন, ‘এই ক্লাবকে হাজারো ধন্যবাদ। আমি রিয়ালের একজন চিরকালীন সমর্থক হয়ে থাকব। এটা এক যুগের শেষ, এক অসাধারণ সময়ের সমাপ্তি।’
দুই দফায় রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তি জিতেছেন ১৫টি শিরোপা, যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। গত মৌসুমে তিনি রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ডাবল জেতান। তবে চলতি মৌসুমটা ততটা সুখকর নয়। কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোপা দেল রে’র ফাইনালে বার্সার কাছে হার এবং লিগেও হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে কার্যত সেই আশাও শেষ।
সবকিছু মিলিয়ে আনচেলত্তির অনুভূতি খুবই আন্তরিক, ‘প্রথম দিন আমি যখন দ্বিতীয় দফায় দায়িত্ব নিই, কেউ যদি বলত চার বছরে ১১টি ট্রফি পাব, তবে আমি নিজের রক্ত দিয়ে সই করে দিতাম। এটা ছিল এক স্বপ্নের সময়।’
রিয়ালের সঙ্গে আনচেলত্তির অধ্যায় শেষের পথে, কিন্তু সম্পর্ক রয়ে যাবে চির অটুট—এটাই যেন তার শেষ বার্তা।