সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষে দেশের মাটিতে ফিরতে চেয়েও পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। বৈরী আবহাওয়ার কারণে কলকাতা থেকে ঢাকায় আসার ফ্লাইট মাঝপথে ফিরে গেছে ভারতে।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৫টায় ভারতের কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের। তবে ঢাকার আকাশে তীব্র ঝড়বৃষ্টি এবং নিম্নচাপজনিত ঝুঁকির কারণে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করতে না পেরে আবার কলকাতায় ফিরে যায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ ও দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ কলকাতা থেকেই জানান, ‘বিমানটি ঢাকায় নামার অনেক চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত বৈরী আবহাওয়ার জন্য ফিরে যেতে হয়েছে। এখন আমরা সবাই বিমানের মধ্যেই বসে আছি। ঠিক কবে নাগাদ ফিরতে পারবো, সেটা অনিশ্চিত।’
এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে পৌঁছেও টাইব্রেকারে স্বাগতিক ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নাজমুল, মুর্শেদদের।
রোববার রাতে ফাইনাল শেষে সোমবার দলটি অরুণাচল থেকে কলকাতায় পৌঁছায়। আজ ছিল ঢাকায় ফেরার দিন।
বাফুফে সূত্রে জানা গেছে, আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময়সূচি নির্ধারণ হলে পুনরায় ফ্লাইটের ব্যবস্থা করা হবে।