Homeখেলাধুলাব্রাজিল কোচ হিসেবে যেসব সুবিধা পাবেন আনচেলত্তি

ব্রাজিল কোচ হিসেবে যেসব সুবিধা পাবেন আনচেলত্তি


ইউরোপীয় ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এবার দক্ষিণ আমেরিকার সোনালি ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনার জন্য প্রস্তুত। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই নিয়োগের আড়ালে লুকিয়ে আছে বেশ কিছু আলোচিত শর্ত ও অভাবনীয় আর্থিক সুবিধা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও এরপরই তিনি সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে ব্রাজিল। স্প্যানিশ গণমাধ্যম ও ব্রাজিলের গ্লোবোর মতে এই চুক্তির আওতায় আনচেলত্তি প্রতি মাসে বেতন পাচ্ছেন প্রায় ৭ লাখ ৭০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা (৮৫৩,০০০ মার্কিন ডলার প্রায়)।

চুক্তির সবচেয়ে চমকপ্রদ অংশ হলো—আনচেলত্তি যদি ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে তিনি পাবেন ৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত বোনাস, যা প্রায় ৫৭ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, তার সুবিধার জন্য বরাদ্দ থাকবে একটি প্রাইভেট জেট, যাতে করে তিনি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সহজেই যাতায়াত করতে পারেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেস বলেছেন, ‘আনচেলত্তিকে আনার সিদ্ধান্ত কেবলমাত্র একটি কৌশলগত নিয়োগ নয়, এটি বিশ্বকে জানিয়ে দেওয়া—আমরা আবার বিশ্বের সেরা হতে চাই। তিনি ইতিহাসের সেরা কোচ, আর ব্রাজিল হল বিশ্বের সেরা দল। আমরা একসঙ্গে গৌরবময় অধ্যায় লিখতে যাচ্ছি।’

আর্জেন্টিনার বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে বিশাল ব্যবধানে হারের পর বরখাস্ত হন দরিভাল জুনিয়র। তার জায়গাতেই আনচেলত্তিকে আনছে ব্রাজিল। আনচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে ডাগআউটে দেখা দিবেন জুন মাসে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে—প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে (বাইরে) এবং দ্বিতীয়টি প্যারাগুয়ের বিপক্ষে (নিজ মাঠে)।

রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করছেন তার ছেলে দাভিদ আনচেলত্তি। তবে ব্রাজিল দলে তার জায়গা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে আনচেলত্তি তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন ইউরোপীয় কোচিং স্টাফকে ব্রাজিলে নিয়ে আসবেন।

আনচেলত্তি হতে যাচ্ছেন মাত্র চতুর্থ বিদেশি কোচ যিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আসছেন। এর আগে উরুগুয়ের রামোন প্লাতেরো (১৯২৫), পর্তুগালের জোরেকা (১৯৪৪), এবং আর্জেন্টিনার ফিলপো নুনিয়েজ (১৯৬৫) এই মর্যাদায় ছিলেন।

ব্রাজিল জাতীয় দলে আনচেলত্তির আগমন বিশ্ব ফুটবলে একটি বড় বার্তা। কোচ হিসেবে যিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের স্বপ্ন ফেরত আনার দায়িত্বে। এখন দেখার বিষয়—‘কার্লেত্তো’ কতটা সফল হন নতুন এই চ্যালেঞ্জে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত