Homeখেলাধুলাব্রুনার দাবি, কাগজে-কলমে নেইমারের স্ত্রী তিনি

ব্রুনার দাবি, কাগজে-কলমে নেইমারের স্ত্রী তিনি

[ad_1]

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র ও তার প্রেমিকা ব্রুনা বিয়াঙ্কার্দিকে ঘিরে নতুন এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে ব্রুনা জানিয়ে দিয়েছেন, ‘আমরা ইতোমধ্যেই কাগজে-কলমে বিবাহিত।’

যদিও কিছুদিন আগেই নেইমার নিজেই বিয়ের সম্ভাবনাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন, এবার ব্রুনার এই মন্তব্যে ভক্ত-সমালোচকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

গত বছরের শেষ দিকে নেইমার ও ব্রুনা পুনরায় সম্পর্কে জড়ান, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। যদিও তাদের সম্পর্ক ঘিরে মাঝে মধ্যে বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠে, তবু তারা আবার একত্র হয়েছেন এবং এবার দ্বিতীয় কন্যাসন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। এর আগেও ২০২৩ সালে প্রথমবার মা হয়েছিলেন ব্রুনা, তাঁদের মেয়ে মাভি-কে ঘিরেও দু’জনের সম্পর্ক আরও গভীর হয়।

ব্রুনার এই “কাগজে-কলমে বিয়ে” সংক্রান্ত বক্তব্যের পর এখন প্রশ্ন উঠছে—নেইমার কি এ ব্যাপারে মুখ খুলবেন? ব্রাজিলিয়ান তারকা প্রায়শই ব্রুনাকে ‘স্ত্রী’ বলে ডাকলেও এর আগে কখনও আনুষ্ঠানিক বিবাহের কথা স্বীকার করেননি। এখন তার ভক্তরা অপেক্ষায়—এই বিষয়ে নেইমার কী বলেন।

৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে রয়েছেন। ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবল পুনরায় শুরু হলে তিনি ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার ক্লাব ও জাতীয় দল—দু’দিকেই ফিরতে মুখিয়ে আছেন এই সুপারস্টার।

নেইমার ও ব্রুনার সম্পর্কের রসায়ন অনেকবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে “আমরা বিবাহিত” কথাটুকু এবার যেন নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়ের মাঝেই এখন চোখ নেইমারের প্রতিক্রিয়ার দিকে। তিনি কি প্রকাশ্যে স্ত্রীকে স্বীকৃতি দেবেন? সেটিই এখন বড় প্রশ্ন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত