ভারত সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। যেখানে পাকিস্তানের দাবি বেসামরিক অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এবার সেই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি তীব্র নিন্দা জানিয়েছেন।
নিজের ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে আফ্রিদি অভিযোগ করেন, এই হামলায় পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক এলাকাগুলোতে ড্রোন ও যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সামিল।
আফ্রিদি ফেসবুকে লেখেন— ‘বিশ্ব সাক্ষী থাকুক। একটি পক্ষ রাতের আঁধারে তাদের প্রতিবেশী দেশের আকাশসীমা লঙ্ঘন করে, সরাসরি বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুরাও টার্গেট হয়েছে। ২৫টির বেশি ড্রোন পাকিস্তানের রাস্তা, পার্ক ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।’
তিনি দাবি করেন, পাকিস্তান অত্যন্ত সংযম দেখিয়ে কৌশলগতভাবে জবাব দিয়েছে। দেশের সামরিক বাহিনী দক্ষতার সঙ্গে পাঁচটি যুদ্ধবিমান ও ২৫টি ড্রোন ধ্বংস করেছে।
‘পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল মেপে নেওয়া এবং দৃঢ়—যা সামরিক পেশাদারিত্ব এবং নৈতিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি।’
আফ্রিদি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই ভয়ানক উসকানির পর জাতিসংঘ ও বিশ্বনেতাদের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এই যুদ্ধাপরাধের তদন্ত শুরু করা এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও উত্তেজনা প্রতিরোধ করা।’
পোস্টের শেষ অংশে আফ্রিদি লেখেন— ‘চলুন, আরেকটি মানবিক বিপর্যয় এড়াই।’
আফ্রিদির এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভারত-পাকিস্তানে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে একজন ক্রীড়াবিদের এমন মানবিক আহ্বান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।