Homeখেলাধুলাভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই


কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর থেকেই তীব্র হয়ে উঠেছে ভারত-পাকিস্তান উত্তেজনা। এই ঘটনার জের ধরে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পিওজেকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) লক্ষ্য করে বড়সড় সামরিক অভিযান চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চিন্তা ছিল ভারতের মেগা ক্রিকেট লিগ আইপিএল চলবে কি না? তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে স্বাভাবিকভাবেই চলবে আইপিএল।

বোর্ডের এক শীর্ষসূত্র ভারতের শীর্ষ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘বর্তমানে আইপিএলের সময়সূচি বা ম্যাচ আয়োজনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে না। যেভাবে নির্ধারিত ছিল, সেভাবেই এগোবে প্রতিযোগিতা।’

সর্বশেষ এই সামরিক অভিযানে ভারত বাহাওয়ালপুর, মুরিদকে ও শিয়ালকোটসহ পাকিস্তানের ৪টি এবং পিওজেকে-র ৫টি টার্গেট ধ্বংস করেছে। লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদ (JeM) ও লস্কর-ই-তইয়্যেবা (LeT)-র শীর্ষ নেতারা। ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান সম্পন্ন করে।

তবে যুদ্ধ পরিস্থিতি মাথাচাড়া দিলেও, ইতিহাস বলছে আইপিএলকে থামানো কঠিন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে এটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-তেও প্রথম ভাগ হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে আবারও আমিরাতে সরিয়ে নিতে হয় আইপিএল।

তবে ২০২৩ সাল থেকে পুরোপুরি ভারতের মাটিতেই ফিরেছে জনপ্রিয় এই লিগ। সেই ধারা অব্যাহত রেখেই ২০২৫-এর আসরও এগিয়ে চলেছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

এদিকে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হলেও, বৃষ্টির কারণে দুইবার খেলা থামে। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল গুজরাটের। রাহুল তেওটিয়া ও জেরাল্ড কোয়েটজির ব্যাটিংয়ে শেষ বলের রোমাঞ্চে জয় পায় গুজরাট।

এই জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই, তাদের ছয় ম্যাচের জয়ের ধারাও থেমে গেছে এই পরাজয়ে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত