Homeখেলাধুলাভুলে পিএসএলকে আইপিএল বললেন রমিজ রাজা

ভুলে পিএসএলকে আইপিএল বললেন রমিজ রাজা


মুলতানে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ম্যাচে বড়সড় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও পিসিবি’র প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা। মঙ্গলবার (২২ এপ্রিল) লাহোর কালান্দার্সের বিপক্ষে মুলতান সুলতানসের ৩৩ রানে জয়ের পর ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় ঘটে এই হাস্যকর ঘটনা।

জশুয়া লিটলকে ‘ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানকালে রমিজ ভুলবশত পিএসএল-এর পরিবর্তে বলে বসেন ‘এইচবিএল আইপিএল’। এই ভুল উচ্চারণের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক ট্রোলিং।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রমিজকে নিয়ে হাসিঠাট্টা শুরু করে দেন নেটিজেনরা। অনেকেই মজা করে বলেন, রমিজের মন বুঝি ভারতে থাকা আইপিএলে পড়ে আছে!

প্রসঙ্গত, আইপিএল ২০২৫ এবং পিএসএল ২০২৫ প্রায় একই সময়ে চলায় দুই টুর্নামেন্ট নিয়েই চলছে বিপুল আলোচনা। গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া পিএসএল চলবে ১৮ মে পর্যন্ত, অন্যদিকে আইপিএল শুরু হয়েছে ২২ মার্চ, চলবে ২৫ মে পর্যন্ত।

এই জয়ে মুলতান সুলতান্স তাদের প্রথম জয় পেলেও এখনো পয়েন্ট টেবিলের নিচের দিকেই রয়েছে। অন্যদিকে লাহোরের এটি ছিল চতুর্থ ম্যাচে দ্বিতীয় পরাজয়।

রমিজের এই ছোট্ট ভুল হলেও এখন সেটি বড়সড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে এমন ঘটনার ভাইরাল হওয়াও যেন সময়ের ব্যাপার মাত্র!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত