Homeখেলাধুলাভুল করে ৫১ বছর বয়সী সাবেক ফুটবলারকে জাতীয় দলে ডাক

ভুল করে ৫১ বছর বয়সী সাবেক ফুটবলারকে জাতীয় দলে ডাক

[ad_1]

আধুনিক ফুটবলে বয়স একটা সংখ্যা মাত্র—এ কথা কেউ বিশ্বাস না করলে, ফিনল্যান্ড নারী জাতীয় দলের সাম্প্রতিক দল ঘোষণার কাণ্ড শুনলে বিশ্বাস করতেই হবে! সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডে ডাক পেয়েছেন ৫১ বছর বয়সী সাবেক খেলোয়াড় স্টিনা রুসকানেন! অবাক হচ্ছেন? আসলে এই ডাক ছিল এক চমকপ্রদ ভুলের ফসল।

ফিনিশ নারী দলের কোচ আউটি সারিনেন স্কোয়াড তালিকা জমা দিতে গিয়ে ভুল করে ২৩ বছর বয়সী ডিউরগার্ডেন ডিফেন্ডার নান্নে রুসকানেনের বদলে দিয়ে ফেলেন স্টিনার নাম—যিনি প্রায় ২৯ বছর আগে জাতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই অবসর নিয়েছেন!

ভুলটা ধরা পড়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর। তখন আর কিছু করার ছিল না—ফলে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পান স্টিনা। তবে পুরোনো এই নাম ফিরেও যেন রঙ ছড়াল মজার এক কাণ্ডে।

রসিকতা করেই স্টিনা বলেন, ‘আমি পুরো প্রস্তুত! কালও তো শখের লিগে খেলেছি, শরীর এখনো ফিট!’—ফিনিশ দৈনিক ইলতা-সানোমাত-কে জানান তিনি।

অন্যদিকে, নান্নে রুসকানেন, যিনি স্টিনার সঙ্গে কোনো আত্মীয় নন, হতাশ হলেও পরিস্থিতি মেনে নিয়েছেন ভালোভাবেই। ম্যাচে তিনি অংশ নিতে পারেননি। হেলসিঙ্কিতে অনুষ্ঠিত সেই নেশনস লিগ ম্যাচে ফিনল্যান্ড ১-১ গোলে ড্র করে সার্বিয়ার সঙ্গে।

কোচ সারিনেন বলেন, ‘এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। নান্নে বিষয়টি শান্তভাবে নিয়েছে, সেটি প্রশংসার যোগ্য।’

ফুটবলে ভুল হতেই পারে। তবে এমন এক ‘নস্টালজিক ভুল’ যে পুরো দেশের হাসির খোরাক হয়ে উঠবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। স্টিনা হয়তো আর মাঠে নামবেন না, কিন্তু জাতীয় দলের স্কোয়াডে এই ‘ফ্ল্যাশব্যাক কলআপ’ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত